Sovandeb-Suvendu : শোভনদেব দাবিসনদ পাঠালেন শুভেন্দুকে – sovandeb chattopadhyay sent draft proposal to suvendu adhikari about river erosion


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 15 Dec 2022, 10:56 am

নদী ভাঙনের মোকাবিলার খসড়া দাবিপত্র রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার দপ্তরে পাঠিয়েছেন।

 

Sovondeb suvendu
শোভনদেব দাবিসনদ পাঠালেন শুভেন্দুকে

হাইলাইটস

  • নদী ভাঙনের মোকাবিলার বিষয়ে দিল্লিতে কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাতে চায় রাজ্য সরকার।
  • কেন্দ্রের কাছে এই ব্যাপারে যে দাবিসনদ পেশ করা হবে, তার খসড়া তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিরোধী বিজেপিকে পাঠানো হয়েছে।
  • রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওই খসড়া দাবিপত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার দপ্তরে পাঠিয়েছেন।
এই সময়: নদী ভাঙনের মোকাবিলার বিষয়ে দিল্লিতে কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাতে চায় রাজ্য সরকার। কেন্দ্রের কাছে এই ব্যাপারে যে দাবিসনদ পেশ করা হবে, তার খসড়া তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিরোধী বিজেপিকে পাঠানো হয়েছে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওই খসড়া দাবিপত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার দপ্তরে পাঠিয়েছেন। যদিও শুভেন্দুর নেতৃত্বে থাকা বিজেপির পরিষদীয় দল বুধবার রাত পর্যন্ত তাদের মতামত জানায়নি বলে শোভনদেব জানিয়েছেন। বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভাঙনের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা আদায়ের জন্য সর্বদলীয় টিম পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন।

Mamata Banerjee : ‘আগে বকেয়া টাকা দিক, না আঁচালে বিশ্বাস নেই!’ ১০০ দিনের প্রকল্পে বরাদ্দের আশ্বাসেও ক্ষুব্ধ মমতা
সেই মতো শোভনদেব সর্বদলীয় টিম পাঠানোর প্রস্তাব সভায় পেশ করেন। সেই প্রস্তাবে শুভেন্দু অধিকারী সহমত পোষণ করলেও দাবিসনদে কী থাকছে, তা দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন। তৃণমূলের পরিষদীয় দল সূত্রের খবর, পাঁচ পাতার খসড়া প্রস্তাব বিরোধী দলনেতার দপ্তরে পাঠানো হয়েছে। ওই খসড়া দাবিসনদে মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার গঙ্গা ভাঙন-সহ রাজ্যে একাধিক নদী ভাঙনের উল্লেখ করা হয়েছে। সেই ভাঙন মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার বিবরণ দেওয়ার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে কেন্দ্রের সহায়তা বকেয়া রয়েছে, তারও উল্লেখ করা হয়েছে।

Trinamool Congress : ‘…বাংলার মানুষের সঙ্গে বেইমানি করে চলেছে’, শুভেন্দুকে কড়া আক্রমণ কুণালের
ওই ভাঙন মোকাবিলায় আনুমানিক কত আর্থিক সহায়তা প্রয়োজন, তারও উল্লেখ করা হয়েছে খসড়া প্রস্তাবে। রাজ্যের নদী ভাঙনের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরই চিঠি দিয়েছিলেন। বিজেপি পরিষদীয় দলের একাংশের বক্তব্য, শুভেন্দু অধিকারী বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসানসোলে ছিলেন, কলকাতায় ফিরে খসড়া প্রস্তাব খুঁটিয়ে দেখে তিনি শোভনদেবকে উত্তর দেবেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *