TMC : খড়্গপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি – kharagpur municipality tmc inner clash


খড়্গপুর পুরসভার (Kharagpur Municipality) পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলীয় কাউন্সিলরদের৷ পুরসভার প্রায় ২০ জন কাউন্সিলর প্রদীপ সরকারের (Pradeep Sarkar) বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি দিয়েছেন ইতিমধ্যেই। এনিয়ে শহরের বাইরে বিভিন্ন হোটেলে বৈঠক হলেও, এবার খড়গপুর শহরে একেবারে পুরসভার সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে (Trinamool Party Office) ১৮ জন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলরকে (Councillor) নিয়ে বৈঠক করলেন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা। এই বৈঠকে উপস্থিত ছিলেন খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি সূর্য প্রকাশ রাও। বৈঠকের পরই খড়্গপুর পুরসভা বা মহকুমা শাসকের দফতরে অনাস্থা প্রস্তাব না জানিয়ে জেলা নেতৃত্বের নির্দেশে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন এই ১৮ জন কাউন্সিলরই।

TMC : বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কাপের আঘাতে জখম কাউন্সিলার
দলীয় সূত্রে জানা গিয়েছে, একজন কাউন্সিলর চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন এবং অন্য একজন কাউন্সিলর তাঁর পরিবারের সঙ্গে বাইরে রয়েছেন, তবুও বিক্ষুব্ধ কাউন্সিলররা জানান, এঁরা দু’জনও তাঁদের সঙ্গে রয়েছেন এবং এই অনাস্থা প্রস্তাবে তাঁরাও সই করেছেন। মেদিনীপুরে মিটিংয়ে যাওয়ার আগে খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সূর্যপ্রকাশ রাও জানিয়ে দিয়েছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকজন কাউন্সিলরের ক্ষোভ রয়েছে বলে বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ উচ্চ নেতৃত্বকে চিঠি দিয়ে সব জানানো হয়েছে। জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী পর্বে কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Panchayat Election: বিতর্কিত মুখেদের ‘গ্যারাজ’, ভোটের আগে ‘সফেদ’ ভাবমূর্তি উদ্ধারে নয়া স্ট্র্যাটেজি তৃণমূলের
এদিকে,খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার বলেন, ‘‘একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়৷ ফলে রাগ অভিমান থাকতেই পারে৷ তবে বাইরে বা প্রকাশ্যে না বসে, দলীয় ব্যাপার রাজ্যের নেতা বা আমার সঙ্গে বসে কথা বললেই হত। আমার মনে হয় BJP র চক্রান্ত৷ BJP র মদতেই কেউ বা কারা এসব করছেন।’’ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের একটা ক্ষোভ রয়েছে, এনিয়ে একটি বৈঠকে বসার কথা রয়েছে। তারপরেই জানা যাবে কী হচ্ছে। প্রদীপ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ এক কাউন্সিলর জানান, আজ সন্ধ্যা ৪ টের পরে বৈঠকের পর তাঁরা অনাস্থা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Trinamool Congress : গোষ্ঠীদ্বন্দ্বের জের, সিসিটিভি ক্যামেরায় ছয়লাপ কেশপুরের শাসকদলের কার্যালয়
এদিকে, তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উঠতেই BJP ময়দানে নেমে পড়েছে। BJP র জেলার মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, বর্তমান পুরপ্রধানের বিরুদ্ধে আগে BJP অভিযোগ করত, এখন তৃণমূলের লোকজনই অভিযোগ করছে। এর থেকে বোঝা যায় যে, প্রদীপ সরকার কাজের কাজ কিছু করেননি। শুধু তোলাবাজি আর স্বজনপোষণে যুক্ত ছিলেন। একসময় যাঁরা প্রদীপের ছায়াসঙ্গী ছিলেন, তাঁরাই আজ প্রদীপের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বৈঠকে উত্তাল খড়্গপুরের রাজনীতি শেষমেষ কী হয়, সেটাই দেখার৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *