বুধবারের পর বৃহস্পতিবার ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। কামব্যাক ইনিংস হাঁকাচ্ছে শীত। ডিসেম্বরে স্টার প্লেয়ারের ব্যাটের খরায় তিতিবিরক্ত বঙ্গবাসী। ঝোড়ো ব্যাটিংয়ের আশ্বাস দিয়েও পরদিন ফের স্কোর বোর্ডে লো স্কোর। তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রায় লক্ষণীয় পতন দেখা গিয়েছে। শুক্রবার আরও নামবে তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের হালকা দাপট বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় কেমন থাকবে ঠান্ডা?
এদিন সকাল থেকেই ফের শীত শীত ভাব নিয়েই দিন শুরু তিলোত্তমার (Kolkata Winter Update)। আবহাওয়া দফতরের দেওয়া আপডেট অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ থেকে নেমে দাঁড়িয়েছে ২৮ ডিগ্রিতে। ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে দাঁড়িয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আপাতত বজায় থাকবে শীত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে বইবে কনকনে উত্তুরে হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে কালকের পর থেকে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়ার ফের অবাধ প্রবেশ। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আজ রাত থেকেই প্রভাব বাড়াবে পশ্চিমের জেলাগুলিতে। গোটা দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দিনে পরিষ্কার থাকবে আকাশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণে শীতের স্পেল শুরু হলেও উত্তরে শীতের পাশাপাশি চলবে বৃষ্টির দাপটও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সঙ্গে রয়েছে বৃষ্টি।
কেমন থাকবে ভিনরাজ্যের আবহাওয়া?
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরে যেতেই উত্তর-পশ্চিম ভারতেও তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা । ২৪ ঘণ্টা পর থেকে মধ্য ভারত এবং পূর্ব ভারতের তাপমাত্রা কমতে শুরু করবে। মহারাষ্ট্রে এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ৩-৪ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী কয়েক দিন ঘন কুয়াশার চাদরে থাকবে হিমাচল প্রদেশ সহ সংলগ্ন এলাকা। শুক্র ও শনিবার শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে পঞ্জাব ও সংলগ্ন এলাকায়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।