মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্তিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে। তার জেরে উত্তেজনার পারদ রয়েছে একেবারে তুঙ্গে। আর এবার সেই আঁচ গিয়ে পড়েছে মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে।
হাইলাইটস
- মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্তিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে
- বিশ্বকাপের আঁচ এসে পড়েছে হাওড়ার একটি মিষ্টির দোকানে
- হাওড়ার একটি মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে ক্ষীরের মেসি!
হাওড়ার মিষ্টির দোকানে মেসি!
হাওড়ারমন্দিরতলা এলাকার অন্যতম পুরনো মিষ্টির দোকান হল গন্ধেশ্বরী সুইটস। এলাকায় এক নামে পরিচিত এই দোকানটি। আর সেই দোকান এমনিতে মোহনবাগানের ভক্ত বলে পরিচিত। আসলে এই দোকানে মোহনবাগানের বহু প্রাক্তন তারকা ফুটবলার মিষ্টি খেয়েছেন। শুধু তাই নয়। এই দোকান থেকে এক সময় মিষ্টি পৌঁছে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। আর এবার সেই তালিকায় নাম ঢুকে গেল লিওনেল মেসির। না মেসি অবশ্যই এই দোকানের মিষ্টি খাননি। আবার এই দোকান থেকে তাঁকে মিষ্টিও পাঠানো হয়নি। তাহলে আসল গল্পটা ঠিক কী?
ক্ষীর দিয়ে তৈরি লিওনেল মেসি
আর্জেন্তিনা ফাইনালে পৌঁছনোর পরই সেই দল নিয়ে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। আর মোহনবাগানের পাশাপাশি আর্জেন্তিনার ফুটবলের প্রতিও ভালোবাসা রয়েছে গন্ধেশ্বরী সুইটসের মালিকের। আর তার জেরেই ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করা হয়েছে হাওড়ার ওই মিষ্টি ব্যবসায়ী। ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার উপর এখন চলছে বিশ্বকাপ। হোক না আরব দেশে, তার প্রভাব বঙ্গ জীবনে পড়বে না তা কি হয়! বরাবরের মতো ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে। মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে এলে দেখা যায় বাঙালি কতটা আর্জেন্তিনাময় হয়ে গিয়েছে। মিষ্টির দোকান সাজানো হয়েছে আর্জেন্তিনার পতাকা দিয়ে। মেসির ক্ষীরের মূর্তির পাশাপাশি এই দোকানে পাওয়া যাচ্ছে নীল সাদা রসগোল্লা, সন্দেশ ও ক্ষীরের বিশ্বকাপ। যা কিনতে ভিড় জমাচ্ছেন মেসি ভক্তরা। ক্রেতা বিক্রেতা সবাই জানালেন বিশ্বকাপ জয় শুধু সময়ের অপেক্ষা। সেদিন মিষ্টি মুখ করে সেলিব্রেশন করবেন সবাই।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
