একই সুর সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের গলাতেও। ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনের ডাক না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটাই তো হয়ে আসছে। ওদের ওখানে শাসক দলে থাকা লোকেররাই সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবেন। সমস্ত সরকারি পদের তারাই থাকবে। সমস্ত সরকারি অনুষ্ঠানে তারাই ডাক পাবেন । পশ্চিমবাংলায় সবকিছু নিয়ে রাজনীতি চলে আর যত প্রতিষ্ঠান আছে আমাদের সেক্রেটারিয়েটটাও পর্যন্ত তৃণমূলের পার্টি অফিস। আমাদের লোকেদের ডাক তো পড়েই না । চিফ সেক্রেটারি থেকে সিএম, কোন অফিসার অ্যাপয়েন্টমেন্ট দেয় না। একটা চিঠি নিয়ে গেলে কেউ নেয় না। বলা হয় বাইরে টেবিলে দিয়ে দিন। এই সমস্যা চলছে। এটা কেবল একটা পার্টির লোকই সরকারের অনুষ্ঠানে যাবে। অন্য কোন মানুষকে ডাকা হবে না। আর যদি বিরোধী হয় তাহলে তো তার জায়গাই নেই।”
বৃহস্পতিবার শহরে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হয়। ২৮তম বারের এই ফিল্মোৎসবের শুভারম্ভ হয় অমিতাভ বচ্চনের হাত ধরে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বিগ বি ছাড়াও উপস্থিত ছিলেন, শাহরুখ খান (Shah Rukh Khan), মহেশ ভাট (Mahesh Bhatt), শত্রুঘ্ন সিনহা (Satrughna Sinha), জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু এবং অরিজিৎ সিং (Arijit Singh)। এছাড়া প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও মঞ্চে দেখা যায়। বিরোধী দলের কোনও তারকাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।