পর্দায় বনি কৌশানীর (Bonny Sengupta & Koushani Mukherjee) জুটির যেমন অগুনতি ভক্ত তেমনই এবার বিহান্ড দ্য ক্যামেরা (Behind The Camera) প্রযোজক বনি কৌশানীর ফ্যান হতে চলেছেন বাংলার মানুষ। অনস্ক্রিন এবং অফস্ক্রিন সফল জুটি এবার আত্মপ্রকাশ করছেন প্রযোজক হিসেবে। আর তাঁদের প্রথম ছবি ডাল বাটি চুরমা চচ্চড়ি। ছবিতে নায়ক নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁদেরই। আমাদের মুখোমুখি হয়ে কী বললেন বলি কৌশানী?