Shah Rukh Khan: গভীর রাতে মুম্বই ফিরলেন শাহরুখ রানি – shah rukh khan and rani mukherjee returns in mumbai at late night after attending kiff 2022


Embed

বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন বাংলার Brand Ambassador শাহরুখ খান এবং বাংলার আদরের নাতনি রানি মুখোপাধ্যায়। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‌সবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তাঁরা। KIFF-এর মঞ্চ থেকে ফের একবার বাংলার মন জিতে নিয়েছিলেন তাঁরা। রাতে এয়ারপোর্ট থেকে বেরোনোর সময়েও মিডিয়াকে এড়িয়ে গাড়িতে উঠে পড়লেন শাহরুখ। রানিও করলেন ঠিক তাই। অবশ্য সারাদিনের ক্লান্তি শেষে মধ্যরাতে মুম্বই ফিরে তাঁরা যে সুপার এক্সসাইটেড থাকবেন এমনটাও কি এক্সপেক্ট করা যায় না। কাল শাহরুখ আর রানি KIFF-এর মঞ্চ থেকে কী বলেছিলেন শুনেছেন তো? না শুনে থাকলে এক ঝলকে দেখে নিন….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *