স্বজনহারা দেব, শোকের ছায়া অধিকারী পরিবারে। জানা যাচ্ছে, দেবের জ্যেঠু তারাপদ অধিকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তারাপদ অধিকারীর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবারে জ্যেঠুর শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে দেবের।
Source link
