Shilpa Shetty: শীতের ছুটিতে কন্যাকে সঙ্গে নিয়ে মুম্বই ছাড়লেন শিল্পা – bollywood actress shilpa shetty spotted at mumbai airport along with her daughter


Embed

সামনেই বড়দিন আর এখন ছুটির মেজাজে সকলে। শীতের ছুটি কাটাতে এবার মুম্বই ছেড়ে উড়ে গেলেন শিল্পা শেঠি (Shilpa Shetty)। কন্যাকে সঙ্গে নিয়েই উড়ে গেলেন শিল্পা। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) কন্যাকে সঙ্গে নিয়ে আমাদের ক্যামেরায় ধরা দিলেন বলি সুন্দরী। তবে ছুটি কাটাতে যাওয়ার আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গিয়েছিল শিল্পা শেঠিকে। অনুষ্ঠানের সেন্টার অফ অ্যাট্রাকশন ছিলেন তিনি। লাল শাড়িতে এদিন সবার নজর কেড়েছিলেন শিল্পা। সব সময়ের মতোই গর্জস লুকে এদিন আমাদের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *