গতকালই ঝলক পেয়েছিলেন শোলাঙ্কি-বিক্রমের কেমিস্ট্রির। আজ আপনাদের জন্য রইল ইন্টারভিউর পরবর্তী অংশ। আরও জমজমাট খুনসুটি করতে দেখা গেল এই পর্বে দুজনকে। তাঁরা জানান ইচ্ছে নদীর সেটে শুরুটা হয়েছিল ঝগড়া দিয়ে! বিক্রমের থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছেন বলে জানান শোলাঙ্কি (Solanki Roy)। দেখুন এই আড্ডার ভিডিয়ো।