ম্যাচ জেতার পরে গোলপোস্টের জাল কেন পুড়িয়ে দিলেন মেসিরা?FIFA World Cup Final Argentina vs France after beating france in final Lionel Messi and his players cut and burn the net of winning post of the final match


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস তৈরি হল ফুটবল বিশ্বকাপে। ইতিহাস তৈরি হল আর্জেন্টিনায়। ইতিহাস তৈরি করল আর্জেন্টিনা একাদশ। ইতিহাস তৈরি করলেন লিও মেসি। আর এহেন ইতিহাসের স্মারক রক্ষার ক্ষেত্রেও ইতিহাস তৈরি করলেন আর্জেন্টিনীয় ফুটবলাররা। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের পরে তাঁরা গোলপোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়ে গেলেন। ম্যাচের শেষে যে পোস্ট থেকে টাই-ব্রেকার জিতেছিল আর্জেন্টিনা, সেই দিকের পোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়েছেন মেসিরা। 

আরও পড়ুন: FIFA World Cup Final 2022, ARG vs FRA: রুদ্ধশ্বাস মহাকাব্যিক ফাইনালে অবশেষে আর্জেন্টিনার জয়, ৩৬ বছরের খরা কাটিয়ে দিয়েগোকে ছুঁলেন মেসি

কেন? 

এ আসলে এক দারুণ উদযাপন। বলা হয়ে থাকে, আর্জেন্টিনীয়রা একটু কুসংসস্কারাচ্ছন্ন। অবশ্য একে ‘কুসংস্কার’ বলে দাগিয়ে না দিয়ে সংস্কারও বলা চলে। বলা উচিত, আর্জেন্টিনীয়রা কিছু সংস্কার মেনে চলেন। যেমন, ওঁদের নিয়ম হচ্ছে, যে কোন ক্ষেত্রেই যেটা দিয়ে শুভ কোনও কিছুর উদযাপন হবে, উদযাপনশেষে সেটা পুড়িয়ে তার ছাইটা সঙ্গে রাখা। এঁদের বিশ্বাস, এটা নাকি ওঁদের পক্ষে আদ্যন্ত ভালো, শুভকর। গতকাল, রবিবারও সেটা হয়েছে। গতকাল টাই-ব্রেকারের সময়ে যেদিকের গোলপোস্টে মার্টিনেজ ফ্রান্সের মারা পেনাল্টি শট সেভ করেছিলেন, সেই দিকের জালই  ওরা ছিঁড়ে নিয়ে গিয়েছেন। এটা নিয়ে পরে ফিফা ট্যুইটও করে। 

আরও পড়ুন: FIFA World Cup 2022, Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি এমিলিয়ানো মার্টিনেজের

যেহেতু এই গোল সেভ-ই ওঁদের ফাইনালে জেতায় তাই  আর্জেন্টিনীয় ফুটবলাররা মনে করেছেন, এই পোস্টের জাল পুড়িয়ে সেই ছাই সঙ্গে রাখাটা তাঁদের সংস্কারের পক্ষে উপযুক্ত হবে। তাই, যেমন ভাবা, তেমন কাজ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *