Balurghat Police Station : ফোয়ারা- চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার, নতুন ভাবে সাজছে বালুরঘাট থানা – beautification work going on balurghat police station initiative by balurghat municipality


West Bengal News : জলের ফোয়ারা, চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার। সৌন্দর্যায়নের সঙ্গে মনোরঞ্জনের ব্যবস্থা। না, কোনও পার্কের কথা হচ্ছে না। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ থানা সাজিয়ে তোলা হচ্ছে এইভাবে। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ুক। মানুষ সমস্যা, অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হোক, সেরকমই লক্ষ্য থাকে প্রশাসনের। সৌন্দর্যায়নের প্রতি বর্তমান রাজ্য সরকার বাড়তি নজর দিয়েছে, এবার থানা সৌন্দর্যায়নের জন্যেও পদক্ষেপ করল বালুরঘাট পুরসভা (Balurghat Municipality)। রবিবার সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

Balurghat BJP : চেয়ারের ঘায়ে আহত BDO কে অপসারণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা বালুরঘাটে
বালুরঘাট পুরসভার পক্ষ থেকে বালুরঘাট থানায় সৌন্দর্যায়নের কাজ চলছে বিগত কয়েকদিন ধরে। বালুরঘাট থানাকে (Balurghat Police Station) নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। পুরসভার পক্ষ থেকে চলা কাজ বর্তমানে কী অবস্থায় রয়েছে, কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার রাতে বালুরঘাট থানা (Balurghat Police Station) পরিদর্শনে আসেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। বালুরঘাট পুরসভার তরফ থেকে কী কী কাজ হয়েছে তিনি তা নিজে খতিয়ে দেখেন।

Balurghat News : মাছ ধরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যুবকের মৃত্যু, মর্মান্তিক ঘটনা বালুরঘাটে
পাশাপাশি বালুরঘাট থানার (Balurghat Police Station) সৌন্দর্যায়নের জন্য আর কী করণীয় তাও তিনি জানান। পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, “থানার পক্ষ থেকে আমাদেরকে কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা সেগুলি খতিয়ে দেখে থানাকে সাজিয়ে তোলার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছি। সারা রাজ্যের মধ্যে এই থানা যাতে শ্রেষ্ঠ থানা হিসাবে পরিচিতি পায়।”

Balurghat BJP : বালুরঘাটে চেয়ার ছুড়ে বিডিও-কে মার! গ্রেফতার BJP নেতা
সাধারণত পুলিশ ও থানা মানেই জন সাধারণের মনে একটা ভয় ও ভীতির জায়গা। প্রয়োজন না থাকলে সহজে কেউ থানা পুলিশের ধারে কাছে যেতে চায় না। থানা সম্পর্কেও এক প্রকার ভ্রান্ত ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই জায়গা থেকে থানাতে আসা মানুষরা মনোরম পরিবেশের দেখা পাবেন। থানার ভেতরে তৈরি হচ্ছে জলের ফোয়ারা, মিনি পার্ক, চাইল্ড ফ্রেন্ডলি কর্ণারকেও নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, পাশাপাশি থানার পুরনো বিল্ডিংয়ে আর্টের মাধ্যমে অন্য বার্তা দেওয়া হয়েছে। এই সব সৌন্দর্যায়নের বেশির ভাগ কাজ করছে বালুরঘাট পুরসভা (Balurghat Municipality)। যার কাজ অনেকটাই শেষ। তাই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গতকাল রাতে বালুরঘাট থানা (Balurghat Police Station) পরিদর্শনে আসনে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। পাশাপাশি রাজ্যের সব থানার মধ্যে চলা প্রতিযোগিতায় বালুরঘাট থানা প্রথম স্থান অধিকার করে তার জন্যও থানাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *