রানি মুখোপাধ্যায়। বহুদিন পর তাঁকে ফের একবার প্রকাশ্যে দেখা যাচ্ছে। মাঝে কিছু বছর ঠিক আদিত্য চোপড়ার মতোই ডুমুরের ফুল হয়ে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। কিন্তু আবার বদলেছে তাঁর মুড বা পি আর স্ট্রাটেজি। সে যাই হোক, শীতের কমলালেবুর গন্ধ মাখা সকালে মুম্বইয়ের একটি আই ক্লিনিকের বাইরে দেখা মিলল সানশাইন রানির। ফটোগ্রাফারদের সব আবদার মেটালেন। মাস্ক খুললেন, হাসি মুখে একাধিক পোজ দিলেন। আবার ফ্যানের আবদার মিটিয়ে সেলফিও তুললেন।