বিরল রোগ, মায়োসাইটিসের চিকিৎসায় দেশ ছাড়ছেন সামান্থা! ছাড়ছেন বলিউডও…| Samantha drops Bollywood films, to take a long break from work to look after health


Samantha Ruth Prabhu, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খুব শীঘ্রই চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় (South korea) পাড়ি দিচ্ছেন অভিনেত্রী। সেখানেই বেশ কিছুদিন কাটিয়ে চিকিৎসার মাধ্যমে একেবারে সুস্থ হয়ে তারপরই দেশে ফিরবেন তিনি। আর সেকারণেই আপাতত বলিউডের বেশকিছু হিন্দি ছবি থেকে অব্যাহতি নিয়েছেন সামান্থা। সামান্থার ‘ফ্য়ামেলি ম্যান ২’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পাওয়ার পর ছবিটি সাফল্যের মুখ দেখেছে। আর এই ছবির সাফল্যের পরই বলিউড থেকে একাধিক ছবির প্রস্তাব আসতে শুরু করে সামান্থার কাছে। তবে নাহ, সেই সব ছবির প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছেন সামান্থা রুথ প্রভু। 

এদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধে তাঁর ‘খুশি’ ছবির শ্যুটিংও প্রায় ৬০ শতাংশ হয়ে গিয়েছে। বাকি ছবির শ্যুট শেষ করে তবেই দক্ষিণ কোরিয়ায় নিজের চিকিৎসার জন্য উড়ে যাবেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর কথায়, তিনি চাননা তাঁর কারণে কোনও ছবির শ্য়ুটিং পিছিয়ে যাক, কিংবা ছবির কোনও ক্ষতি হোক। আর তাই ‘খুশি’র শ্যুটিং শেষ করে তবেই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তিনি এবং নতুন কোনও ছবিও আপাতত হাতে নেবেন না। 

আরও পড়ুন-২০০ কোটির আর্থিক তছরুপ, ফের দিল্লির আদালতে জ্যাকুলিন

আরও পড়ুন-‘মায়া’র জন্য সেরার পুরস্কার জিতলেন মিথিলা

এক সর্বভারতীয় সংবাদসংস্থার রির্পোট অনুযায়ী, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমেই নিজেকে সুস্থ করে তুলতে চান সামান্থা। আর সেই কারণই দক্ষিণ কোরিয়া উড়ে যাচ্ছেন তিনি। সেখানে বেশ কিছুদিন থেরাপির মধ্যেই থাকবেন তিনি। চিকিৎসার কারণে হয়তো মাসখানেক সেখানেই থাকতে হবে তাঁকে। যদিও এই বিষয়ে তিনি নিজে বা তাঁর মুখপাত্র এখনও কোনওরকম মন্তব্য করেননি। 

কিন্তু কী এই মায়োসাইটিস?

মায়োসাইটিস আদতে একটি অটো ইমিউন রোগ। যেখানে নিজের শরীরই হয়ে ওঠে নিজের শত্রু। মায়োসাইটিসের মূল প্রভাব পড়ে মাংসপেশীতে। দ্রুত মাংসপেশীর কোষ ধ্বংস হতে থাকে। যার জেরে রোগীকে পেতে হয় অসহ্য যন্ত্রণা। আপাত দৃষ্টিতে এই রোগের এখনও তেমন ১০০% কোনও প্রতিকার পথ মেলেনি। তবে চিরাচরিত ভেষজ চিকিৎসায় এই রোগের আগ্রাসন অনেকটাই কমানো যায় বলে ধারণা। সেই ধারণায় বশেই সামান্থার কোরিয়া যাত্রা। জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি কোরিয়ারই একটি বিশেষ সংস্থার ভেষজ প্রসাধনী ব্যবহার করছেন তিনি। অভিনেত্রীর এই রোগের খবর প্রকাশ্যে আসতেই এবিষয় উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে তিনি আশা করছেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন তিনি। বড় পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘যশোদা’ ছবিতে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *