জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা যেদিন কাতারের মাঠে বিশ্বকাপ জিতল সেদিন মাঠে লিওনেল মেসিকে এসে জড়িয়ে ধরলেন এক মহিলা। বলা হচ্ছিল, ওই মহিলা মেসির মা। এবং এই ঘটনাকে ধরে সংবাদমাধ্যমে বহু কপিও হয়েছে। কিন্তু ক্রমে জানা গিয়েছে, ওই মহিলা মেসির মা নন, তিনি টিমের রাঁধুনী। কিন্তু তখন এটা আঁচ করা যায়নি, কেউ হয়তো আঁচও করেনি, কারণ তখন আবেগ এমনই জায়গায় যে, সব কিছু ভেসে যাচ্ছে উদযাপনের স্রোতে। সেই স্রোতে তখন এক প্রৌঢ়া জড়িয়ে ধরে রয়েছেন বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নকে। সকলেই ভাবছিলেন তিনি মেসির মা-ই হতে পারেন, তিনি সেলিয়া মারিয়া কাকিটিনি।
কিন্তু পরে সেই ভুল ভাঙল। সেদিন কেউ কেউ ভেবেছিলেন অ্যাগুয়েরোর মা, আদ্রিয়ানা তিনি। তবে, পরে জানা যায়, তিনি আর্জেন্টিনা টিমের রাঁধুনী– আঁতোনিয়া ফারিয়াজ। আঁতোনিয়া ফারিয়াজ বছর ৪২-এর এক দলনিষ্ঠ মহিলা।
বলা হচ্ছে, গত কয়েক দশক ধরে তিনি মেসির সঙ্গে কাজ করে আসছেন। তিনি টিমের প্রতিটি ট্রিপে কুক হিসেবে দলের সঙ্গে ট্যুর করেন। তাঁর সঙ্গে গোটা টিমের বন্ডিং খুবই ভালো। এবং দেখা গেল, মেসির সঙ্গেও তাঁর ব্যক্তিগত সম্পর্ক কতটা ভালো।
আরও পড়ুন: Qatar Already Won the World Cup: শুধু মেসিরা নয়, বিশ্বকাপ জিতল কাতারও! অবাক লাগছে? জেনে নিন কীভাবে…
গোটা আর্জেন্টিনা টিমই আঁতোনিয়া ফারিয়াজের কাজর ভক্ত, রান্নার ভক্ত। তিনি খেলোয়াড়দের মনপসন্দ রান্না করে সকলকে খুশিতে রাখেন। প্রতিটি কঠিন ম্যাচের পরে খেলোয়াড়েরা যখন এসে খেত বসেন টেবিলে তখন তাঁর হাতের রান্না তাঁদের প্রভূত আনন্দ দেয়, রসনাকে তৃপ্ত করে। তিনি ব্রাজিলে খেলতে যাওয়া আর্জেন্টিনার কোপা আমেরিকা ট্রিপে দলের সঙ্গেও ছিলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)