BSF : ভারত-বাংলাদেশ সীমান্তে জলপথ পাহারায় এবার BSF -র মহিলা বাহিনী – bsf special women force will guard at sundarban border waterways


সুন্দরবন সীমান্তের জলপথে পাহারায় এবার BSF র বিশেষ মহিলা বাহিনী। আধুনিক অস্ত্র নিয়েই তার মহড়াও চলেছে ইতিমধ্যেই।

 

BSF
জলপথে পাহারায় BSF

হাইলাইটস

  • সুন্দরবন সীমান্তের জলপথে পাহারায় এবার BSF র বিশেষ মহিলা বাহিনী।
  • জলদস্যু ও ম্যানগ্রোভ পাচার রুখতে বিশেষ এই বাহিনীর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • আধুনিক অস্ত্র নিয়েই তার মহড়াও চলেছে ইতিমধ্যেই।
সুন্দরবন (Sundarban) সীমান্তের (Border) জলপথে পাহারায় এবার BSF র বিশেষ মহিলা বাহিনী (Special Women Force)। জলদস্যু ও ম্যানগ্রোভ পাচার রুখতে বিশেষ এই বাহিনীর নিয়োগের (Recruitment) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক অস্ত্র নিয়েই তার মহড়াও চলেছে ইতিমধ্যেই। এই মহিলা বাহিনী স্পিড বোর্ডের মাধ্যমে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ভারত-বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্তে পাহারায় থাকবে৷ ফলে সীমান্তে নজরদারির ক্ষেত্রে আরও কড়াকড়ি করতেই এই মহিলা বাহিনী তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থেকে হেমনগরের সামশেরনগর পর্যন্ত মোট সীমান্ত প্রায় ৯৩ কিলোমিটার। তার মধ্যে জলপথ রয়েছে ৪০ কিলোমিটার। বাকি ৫৩ কিলোমিটার কাঁটাতার। জল সীমান্ত এলাকার অধিকাংশই অরক্ষিত পাশাপাশি রয়েছে সুন্দরবনের বিশাল জঙ্গল।

Uttar 24 Parganas News : আয়লার পর এক যুগ পার! ফের ঐতিহ্যের হাট শুরু সুন্দরবনে
প্রায় ওই এলাকায় বাংলাদেশি জলদস্যুরা সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে এদেশে ঢুকে পড়ে৷ নদী পথে এসে মৎস্যজীবীদের মাছ, কাঁকড়ার নৌকা লুঠ করে বলে অভিযোগ ওঠে৷ আবার সহজে জল পথ ব্যবহার করে বাংলাদেশে পালিয়ে যায়। পাশাপাশি বিশাল জঙ্গলে বিভিন্ন সময় চোরা শিকারীদের দাপটের অভিযোগও ওঠে৷ ম্যানগ্রোভ পাচার, প্রকৃতির ফল-মধু বাংলাদেশে পাচারের অভিযোগও পাওয়া যায়৷ দিনের পর দিন ধরে জল দস্যু থেকে শুরু করে চোরা কারবারিদের দাপটের অভিযোগ আসতে থাকায় এবার জল সীমানায় আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফলে এসব রুখতে সীমান্তে কেন্দ্রীয় মহিলা স্পেশাল ফোর্স নিয়োগ করা হল।

Sundarban Forest : কুলতলিতে অবাধে চলছে ম্যানগ্রোভ নিধন, বেআইনিভাবে চলছে ভেড়ি তৈরি! অভিযোগ ঘিরে শোরগোল
কেবলমাত্র জল সীমান্তে এরা ভাসমান স্পিড বোটের মাধ্যমে অত্যাধুনিক রেডার আগ্নেয়াস্ত্র নিয়ে দিনরাত ভারত-বাংলাদেশ বঙ্গোপসাগরে টি জংশনে টহল দেবে। এই রকম কুড়ি জনের স্পেশাল মহিলা বাহিনীকে জল সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা দিতে নিয়োগ করেছে সীমান্তের আধিকারিকরা। ইতিমধ্যেই তার মহড়া চলেছে সন্দেশখালি বঙ্গোপসাগরের ভারত ও বাংলাদেশে মাঝখান দিয়ে বয়ে যাওয়া বিহারী খালে। আর সেখান থেকেই নজরদারি শুরু করল তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে সীমান্ত সুরক্ষা নিয়ে জমি অধিগ্রহণের কথা ঘোষণা করেছে। খুব দ্রুত তা বাস্তবায়িত হবে। তার আগে সুন্দরবনের জল সীমান্তে স্পেশাল মহিলা বাহিনীকে নিয়োগ করে আগাম সর্তকতা জারি করা হল সীমান্তে বলেই মনে করা হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টিও এই বাহিনী দেখবে বলে জানা গিয়েছে৷ ফলে এবার থেকে ভারত-বাংলাদেশের জল সীমান্তে নজরদারি আরও কড়া করা হল বলেই মনে করা হচ্ছে৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *