কলকাতায় পারদের ওঠানামা (Kolkata Weather)
মঙ্গলবার সকালে সামান্য কুয়াশা দেখা গিয়েছে শহরের আকাশে। আকাশ মোটামোটি পরিষ্কারই থাকবে। তাপমাত্রা সামান্য হলেও কমে গিয়েছে। আপাতত শীতের আমেজ ফিরবে চলতি সপ্তাহের শেষে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়িয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৯৪ শতাংশ।
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast)
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা (Darjeeling Weather) তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে চলতি সপ্তাহেই। এমনটাই জানাচ্ছে আলিপুর।
এদিকে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের পরিস্থিতি রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছেন নিম্নচাপটি। এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। মূলত শ্রীলঙ্কা উপকূলের দিকে ঘুরে যাবে এই নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি পৌঁছবে। তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কোন কোন রাজ্যে শৈত্যপ্রবাহ?
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর পশ্চিম ভারতে কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। মাইনাস তাপমাত্রা চলছে জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েকদিন। পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে লাগাতার শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে তাপমাত্রা আরও নামতে পারে। দু’থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। আগামী দু’দিন ঘন কুয়াশা থাকবে পঞ্জাব ও হিমাচলপ্রদেশে। ঘন কুয়াশা দিল্লি হরিয়ানা সহ উত্তর পশ্চিম ভারতের সমতলের অংশে।