Cyber Crime : চাকরির টোপ দিয়ে কোটি টাকার প্রতারণা, বিধাননগর পুলিশের জালে ১৪ – bidhannagar cyber ​​crime police arrested 14 people charge of cheating name of providing job


আন্তঃরাজ্য প্রতারণা (Fraud) চক্রের পর্দা ফাঁস! ফের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে সোমবার এক সংস্থার দুই কর্ণধার সহ ১৪ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police Station)। ইলেকট্রনিক্স গ্যাজেট, কাস্টমার ডেটা, হার্ড ডিস্ক, মোবাইল ফোন সহ একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশ-বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে চলত এই প্রতারণা চক্র। মঙ্গলবার অভিযুক্তদের বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হবে। পুলিশ দুই কর্ণধারকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা হাকিম শেখ ১৯ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি চাকরির জন্য একটি জব পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেন। সেখান থেকে খোঁজ পেয়ে একটি সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করে। ওই সংস্থার পক্ষ থেকে তাঁকে বিমানবন্দরে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়৷ তার পরিবর্তে তাঁকে সেই সংস্থার ট্রেনিং কোর্স করতে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা নেয় ওই সংস্থা। অভিযোগ, ট্রেনিং শেষে অভিযোগকারীকে প্লেসমেন্ট বাবদ আরও ৫০ হাজার টাকা জমা দেওয়ার কথা বলে ওই সংস্থা। সেই যুবক ৫০ হাজার টাকা জমা দিলে, তাঁকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে কার্গোতে চাকরির অফার লেটার দেওয়া হয়। অভিযোগ, তিনি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারেন, ওই ভুয়ো চাকরি।

Fake Call Centre : ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! বিধাননগরে গ্রেফতার ২৭
কলকাতায় ফিরে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে, তাঁকে কলকাতার একটি বেসরকারি বিমান সংস্থার অফার লেটারও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবর্তে তাঁর থেকে নগদে আরও ৫০ হাজার টাকা নেয় বলে অভিযোগ৷ অভিযোগ, সল্টলেকের একটি হোটেলের সামনে থেকে ওই সংস্থার এক কর্মী টাকাটা নেয়। অভিযোগকারীর দাবি, ওই বিমান সংস্থার নথি জাল করে ভুয়ো অফার লেটার তৈরি করা হয়েছে বলে জানতে পারেন তিনি। এরপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই যুবক।

Bidhannagar : খন্দ-পথে ভোগান্তি আর কমছেই না বিধাননগরে
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই সংস্থা চাকরির অপেক্ষায় থাকা যুবকদের টার্গেট করে দেশে-বিদেশের বিমানবন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করত। পুলিশ সূত্রে খবর, কলকাতার চিনার পার্ক, কাঁকুড়গাছি, পার্ক স্ট্রিট সহ দুর্গাপুর, দিল্লি, মুম্বই, হরিয়ানা সহ একাধিক রাজ্যে এই প্রতারণা চক্র জাল বিস্তার করে রেখেছে। অবশেষে গতকাল রাতে ওই সংস্থার অফিসে হানা দিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ চক্রের মূল পাণ্ডা অরুণ সৌখিন এবং সংস্থার অন্যতম কর্ণধার অদিতি বদ্রাইকা সহ ১৪ জনকে গ্রেফতার করে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *