FIFA বিশ্বকাপের (World Cup) ম্যাচ শুরুর আগে হঠাত্ মাঝ মাঠে চেনা মুখ। দীপিকা পাডুকোনকে (Deepika Padukone) এমন একটি মঞ্চের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই খানিকটা হকচকিয়ে গেছিলেন। তারপর যখন খানিক ধাতস্ত হলেন, সবার মনেই একটা প্রশ্ন একটাই প্রশ্ন, কেন? সেই কেন-র উত্তরটা উদ্ধার করতে পেরেছেন? না পেরে থাকলে জেনে নিন এই ভিডিয়োতে।