দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল ভাতারের ডাঙাপাড়া গ্রামে। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।

হাইলাইটস
- দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল ভাতারের ডাঙাপাড়া গ্রামে।
- কোনওরকম ভেজাল চাল দেওয়া হয়নি বলে দাবি অভিযুক্ত রেশন ডিলারের।
- ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।
গ্রামের বাসিন্দা আব্দুস সেলিম শেখ জানান, এবারের যে রেশন এর চাল এসেছে তার সম্পূর্ণভাবে খারাপ চাল। সেই চাল খাবার যোগ্য নয়। আমাদের তো মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। অবিলম্বে চাল পাল্টাতে হবে। না হলে আমরা রেশন নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি গ্রামবাসী। গ্রামবাসীরা জানান, রেশনের এইবারে যে চাল এসেছে, তা সম্পূর্ণ ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। এমনকি চাল নিয়ে গিয়ে খাদ্য দফতর এই চালটিকে পরীক্ষা করুক বলেও জানান তাঁরা। আরেক বাসিন্দা বলেন, “এর আগেও এরকম চাল দেওয়াটা আমরা লক্ষ্য করেছি। আগে কিছু বলা হয়নি। কিন্তু এবার আমরা একই রকমের চাল পাওয়ায় রেশন ডিলারকে জানাই। উনি কিছুতেই সেটা স্বীকার করতে চাইছেন না।” তিনি জানান, আমাদের মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। সে কারণে গ্রামবাসীরা সকলকে মিলে চাল নেওয়া বন্ধ করে দিয়েছি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, রেশন ডিলার বিদ্যুৎ কুমার কর জানান যে, আজ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে ডাঙ্গাপাড়া গ্রামে রেশন দেয়া হচ্ছিল হঠাৎ করে রেশন দেয়া বন্ধ করে দেয় গ্রামবাসী তাদের অভিযোগ আমি নাকি প্লাস্টিক চাল দিচ্ছি কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, ওটা প্লাস্টিক চাল নয়, ফরটি ফাইভ নম্বরের ভিটামিনযুক্ত চাল। বিষয়টি নিয়ে তিনি খাদ্য দফতরে জানাবেন বলে জানান ওই রেশন ডিলার।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ