Duare Ration : রেশনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের চাল! আতঙ্ক ভাতারের গ্রামে – bardhaman duare ration villagers allegedly protested for giving plastic rice


দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল ভাতারের ডাঙাপাড়া গ্রামে। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন।

 

Duare Ration
দুয়ারে রেশন

হাইলাইটস

  • দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল ভাতারের ডাঙাপাড়া গ্রামে।
  • কোনওরকম ভেজাল চাল দেওয়া হয়নি বলে দাবি অভিযুক্ত রেশন ডিলারের।
  • ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।
দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের মাধ্যমে যে চাল দেওয়া হচ্ছে, তা খাদ্যযোগ্য নয়, তা নাকি প্লাস্টিকের চাল। এমনই অভিযোগ উঠল ভাতারের (Bhatar) ডাঙাপাড়া গ্রামে। রেশন ডিলারের কাছ থেকে চাল নেওয়া বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তবে কোনওরকম ভেজাল চাল দেওয়া হয়নি বলে দাবি অভিযুক্ত রেশন ডিলারের। স্থানীয় সূত্রে খবর, ভাতারের (Bhatar) ডাঙাপাড়া গ্রামে প্লাস্টিকের চাল আতঙ্কে উত্তেজনা। ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের ডাঙাপাড়া গ্রামে আজ দুয়ারের রেশন দেওয়া হচ্ছিল। তবে গ্রামবাসীদের অভিযোগ, চাল হাতে পাওয়ার পর তাঁরা সন্দেহ করেন, যে চাল দেওয়া হচ্ছিল সেগুলি প্লাস্টিকের চাল এবং গুণগত মান অনেক খারাপ। এরপরেই তাঁরা প্রতিবাদ করতে শুরু করে। চালের গুণগত মান খারাপ ও প্লাস্টিকের চাল দেয়া হচ্ছে এই অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন। রেশন দেওয়া বন্ধ করে দেয় গ্রামের মানুষজন।

TMC’s Martyrs’ Day 2022: ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই TMC বিধায়কের বিস্ফোরক মন্তব্য! শোরগোল বর্ধমানে
গ্রামের বাসিন্দা আব্দুস সেলিম শেখ জানান, এবারের যে রেশন এর চাল এসেছে তার সম্পূর্ণভাবে খারাপ চাল। সেই চাল খাবার যোগ্য নয়। আমাদের তো মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। অবিলম্বে চাল পাল্টাতে হবে। না হলে আমরা রেশন নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি গ্রামবাসী। গ্রামবাসীরা জানান, রেশনের এইবারে যে চাল এসেছে, তা সম্পূর্ণ ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। এমনকি চাল নিয়ে গিয়ে খাদ্য দফতর এই চালটিকে পরীক্ষা করুক বলেও জানান তাঁরা। আরেক বাসিন্দা বলেন, “এর আগেও এরকম চাল দেওয়াটা আমরা লক্ষ্য করেছি। আগে কিছু বলা হয়নি। কিন্তু এবার আমরা একই রকমের চাল পাওয়ায় রেশন ডিলারকে জানাই। উনি কিছুতেই সেটা স্বীকার করতে চাইছেন না।” তিনি জানান, আমাদের মনে হচ্ছে এটা প্লাস্টিকের চাল। সে কারণে গ্রামবাসীরা সকলকে মিলে চাল নেওয়া বন্ধ করে দিয়েছি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Bardhaman School: দাঁত-মুখ খিঁচিয়ে অঙ্গভঙ্গি করে ভিডিয়ো পোস্ট, বিপাকে ভাতারের ২ শিক্ষক!
অন্যদিকে, রেশন ডিলার বিদ্যুৎ কুমার কর জানান যে, আজ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে ডাঙ্গাপাড়া গ্রামে রেশন দেয়া হচ্ছিল হঠাৎ করে রেশন দেয়া বন্ধ করে দেয় গ্রামবাসী তাদের অভিযোগ আমি নাকি প্লাস্টিক চাল দিচ্ছি কিন্তু সেটা সম্পূর্ণ ভুল, ওটা প্লাস্টিক চাল নয়, ফরটি ফাইভ নম্বরের ভিটামিনযুক্ত চাল। বিষয়টি নিয়ে তিনি খাদ্য দফতরে জানাবেন বলে জানান ওই রেশন ডিলার।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *