Durgapur News : বিনামূল্যে বিরল অস্ত্রোপ্রচার দুর্গাপুর হাসপাতালে, উচ্ছ্বসিত চিকিৎসকরা – durgapur sub divisional hospital free surgery


অনেক সময় সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তার মধ্যেও তাক লাগিয়ে দিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। ন্যূনতম পরিকাঠামোর মধ্যে দিয়ে ক্যানসারের জীবাণু সম্পন্ন ডিম্বাশয়ের টিউমার সার্জারি (Tumor operation) সম্পন্ন হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub Divisional Hospital)। বিনামূল্যে এত জটিল অস্ত্রেপ্রচার সফলভাবে সম্পন্ন করতে পেরে খুশি চিকিৎসকরা। অস্ত্রেপ্রচারের পর সুস্থ রয়েছেন রোগিনী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের এক রোগী ওভারিতে (Ovary) থাকা প্রায় ১০ সেন্টিমিটার একটি ম্যালিগমেন্ট টিউমার (Malignant Tumor) নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের বহির্বিভাগে ভর্তি হওয়া ওই রোগিনীকে প্রথম দেখেই টিউমারের সন্দেহ করেছিলেন চিকিৎসক নীলাদ্রি সেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সব দেখে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

Durgapur News : আরও ভালো হবে পরিষেবা, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে বহির্বিভাগ
যদিও এই ধরনের ক্যান্সার সার্জারি (Cancer Surgery) মহকুমা হাসপাতালের ন্যূনতম পরিকাঠামোর ক্ষেত্রে অত্যন্ত জটিল। রীতিমতো দুঃসাধ্য সাধন করতে নেমে পড়েন চিকিৎসকরা। চিকিৎসক নীলাদ্রি সেনের নেতৃত্বে সফল অস্ত্রপ্রচার হয় ওই রোগীর। দরিদ্র পরিবারের ওই রোগিনীকে বাঁচাতে পেরে খুশি, চিকিৎসক নীলাদ্রি সেন এবং তাঁর টিম। অস্ত্রোপ্রচারের শেষে অতি দুঃস্থ পরিবারের বছর চল্লিশের ওই রোগিনীর ওভারিতে থাকা প্রায় ১০ সেন্টিমিটার এর একটি ম্যালিগমেন্ট টিউমার বের করতে পেরেছেন চিকিৎসকরা। নূন্যতম পরিকাঠামোয় এরকম সফল চিকিৎসা দুর্গাপুর মহকুমা হাসপাতালের নাম গৌরবান্বিত করল বলে মনে করছেন অনেকেই।

Durgapur News : সোনার গয়না পালিশের নাম করে দুঃসাহসিক চুরি, স্কুটি নিয়ে দুষ্কতীদের ধাওয়া গৃহবধূর
সফল অস্ত্রোপ্রচারের পর রোগীর স্বামী সুনীল মুর্মু বলেন, “আমার স্ত্রী অনেকদিন ধরেই বলছিল ওঁর পেটে ব্যথা হচ্ছে। তারপর আমি হাসপাতালে নিয়ে আসি। তখনই ধরা পড়ল ওর টিউমার আছে। ডাক্তারবাবু জানালেন ওর টিউমার আছে, অপারেশন করতে হবে। অপারেশন সফল হয়েছে, আপাতত ও সুস্থ আছে।” খুশি চিকিৎসক নীলাদ্রি সেনও। তিনি বলেন, “রোগীকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। তখনই বুঝতে পারি ওঁর ওভারিতে একটি টিউমার রয়েছে। এরপর টিউমারটি পরীক্ষা করে আমরা বুঝেছিলাম এর মধ্যে ক্যান্সারের কোষ আছে। আমরা এরপর সিটি-স্ক্যান করি। এরপর এই হাসপাতালে ওঁর অপারেশন করা হয়। অপারেশন সফল হয়েছে।”

West Bengal News : চা খেতে গিয়ে বিপত্তি! লাখ লাখ টাকা খোয়ালেন দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সরকারিকর্মী
রোগীর জটিল স্বাস্থ্যের কথা জানার পরেও স্থানান্তর করার কোনও বিষয়ে ভাবা হয়নি। সঙ্গে সঙ্গে তোরজোড় শুরু করে দেওয়া হয় প্রত্যন্ত এই মহকুমা হাসপাতালেই। সব শেষে সফল হয়ে খুশি চিকিৎসকরা। সঠিক চিকিৎসা পরিষেবা দিতে পেরে খুশি হাসপাতালে স্বাস্থ্য কর্মীরাও। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *