Hooghly News : ফুটবল খেলতে গিয়ে সাংঘাতিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ২ স্কুল ছাত্র – arambagh 2 students injured by electric shock


ইলেকট্রিক শক খেয়ে গুরুতরভাবে আহত হল দুই স্কুল ছাত্র।

 

Arambagh
আরামবাগ

হাইলাইটস

  • ইলেকট্রিক শক খেয়ে গুরুতরভাবে আহত হল দুই স্কুল ছাত্র।
  • ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
  • দুই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
ইলেকট্রিক শক খেয়ে গুরুতরভাবে আহত হল দুই স্কুল ছাত্র। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আরামবাগ (Arambagh) ব্লকের মায়াপুর দু’নম্বর অঞ্চলের বলুণ্ডি গ্ৰামের জুকেরধার সংলগ্ন এলাকার একটি ফুটবল মাঠে। স্থানীয়রা দুই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে (Arambagh Divisional Hospital) নিয়ে গিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বলুণ্ডি গ্ৰামের জুকেরধার মাঠে বেশকিছু ছাত্র ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছিল৷ প্রতিদিনই তারা ওই খেলাধুলো করে৷ এদিন গর্ত খুঁড়ে ফুটবল খেলার জন্য গোলের বার পোস্ট তৈরি করতে উদ্যত হয়েছিল তারা৷ এর জন্য কাঁচা বাঁশ নিয়ে এসে গোল পোস্ট বানানোর উদ্যোগ নেয় আহত দুই ছাত্র৷ এরপর কাঁচা বাঁশটি তারা গর্তে খুঁড়ে তাতে পুঁতে দেওয়ার কাজ করছিল৷

Hooghly News : ইমারতি দ্রব্যের দোকান নাকি! চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ আরামবাগ স্বাস্থ্যকেন্দ্রের
সেসময় অসাবধানবশত কাঁচা বাঁশ মাঠের উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে লাগে৷ সঙ্গে সঙ্গে দুই ছাত্র ছিটকে যায়৷ তাদের হাতে এবং পায়ে ইলেকট্রিক শক লাগে। স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে দ্রুত দুই ছাত্রকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ এখন সেখানেই চিকিৎসাধীন তারা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দুই ছাত্রের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল৷ এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘কয়েকজন মাঠে ফুটবল খেলছিল৷ রোজই সেখানে খেলাধুলো করে৷ এদিন গোল পোস্ট করতে কাঁচা বাঁশ আনে৷ বাঁশটি লম্বা করে দাঁড় করাতেই উপরের ইলেকট্রিকের তারে শক খায়৷ হাতে ও পায়ে লেগেছে৷’’

Bike Tour : আরামবাগ টু গোয়া! ৫৮ বছরে বাইকে চেপে ‘শখ’ মেটালেন গৌরগোপাল
তিনি আরও বলেন, ‘‘আরও অনেকেই সেখানে খেলা করছিল৷ তার মধ্যে এই দু’জনই কাঁচা বাঁশ দিয়ে গোল পোস্ট বানানোর চেষ্টা করছিল৷ স্থানীয় একজন দেখতে পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে আনার ব্যবস্থা করে দু’জনকে৷ একজন আপাতত ভালোই আছে৷’’ আহত এক ছাত্রের মা বলেন, ‘‘ওদের ম্যাচ ছিল৷ তার জন্য কাটারি দিয়ে বাঁশ কেটে গোল পোস্ট বানানোর কাজ করছিল৷ বাঁশটি লম্বা করতে ইলেকট্রিকের তারে লেগে দু’জন শক খেয়ে ছিটকে যায়৷ এলাকার লোকেরাই ওদের হাসপাতালে আনার ব্যবস্থা করে এবং আমাদের খবর দেয়৷’’ এর আগে কখনও ওই মাঠে এমন ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয়দের৷ এই দুই ছাত্র অসতর্ক অবস্থায় কাঁচা বাঁশ দিয়ে গোল পোস্ট বানাতে গিয়েই বিপত্তি বাধে৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *