ইলেকট্রিক শক খেয়ে গুরুতরভাবে আহত হল দুই স্কুল ছাত্র।
হাইলাইটস
- ইলেকট্রিক শক খেয়ে গুরুতরভাবে আহত হল দুই স্কুল ছাত্র।
- ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
- দুই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
সেসময় অসাবধানবশত কাঁচা বাঁশ মাঠের উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে লাগে৷ সঙ্গে সঙ্গে দুই ছাত্র ছিটকে যায়৷ তাদের হাতে এবং পায়ে ইলেকট্রিক শক লাগে। স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে দ্রুত দুই ছাত্রকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ এখন সেখানেই চিকিৎসাধীন তারা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দুই ছাত্রের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল৷ এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘কয়েকজন মাঠে ফুটবল খেলছিল৷ রোজই সেখানে খেলাধুলো করে৷ এদিন গোল পোস্ট করতে কাঁচা বাঁশ আনে৷ বাঁশটি লম্বা করে দাঁড় করাতেই উপরের ইলেকট্রিকের তারে শক খায়৷ হাতে ও পায়ে লেগেছে৷’’
তিনি আরও বলেন, ‘‘আরও অনেকেই সেখানে খেলা করছিল৷ তার মধ্যে এই দু’জনই কাঁচা বাঁশ দিয়ে গোল পোস্ট বানানোর চেষ্টা করছিল৷ স্থানীয় একজন দেখতে পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে আনার ব্যবস্থা করে দু’জনকে৷ একজন আপাতত ভালোই আছে৷’’ আহত এক ছাত্রের মা বলেন, ‘‘ওদের ম্যাচ ছিল৷ তার জন্য কাটারি দিয়ে বাঁশ কেটে গোল পোস্ট বানানোর কাজ করছিল৷ বাঁশটি লম্বা করতে ইলেকট্রিকের তারে লেগে দু’জন শক খেয়ে ছিটকে যায়৷ এলাকার লোকেরাই ওদের হাসপাতালে আনার ব্যবস্থা করে এবং আমাদের খবর দেয়৷’’ এর আগে কখনও ওই মাঠে এমন ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয়দের৷ এই দুই ছাত্র অসতর্ক অবস্থায় কাঁচা বাঁশ দিয়ে গোল পোস্ট বানাতে গিয়েই বিপত্তি বাধে৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ