Hrithik Roshan: হৃত্বিকের ছেলেদের সঙ্গে সাবার বন্ডিং! এয়ারপোর্টে সানি Spotted – bollywood superstar hrithik roshan spotted with his girlfriend saba azad


Embed

সাবা আজাদের (Saba Azad) সঙ্গে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) প্রেম এখন আর রাখঢাকের ব্যাপারই নয়। ভালোবাসায় হাবুডুবু খাওয়া হৃত্বিক-সাবাকে হামেশাই ইতিউতি দেখা যায়। একসঙ্গে হলিডেতেও (Holiday) যান তাঁরা। তবে বছর শেষের ছুটির ব্যাপারই আলাদা। এই সময়টা তো পরিবারের সঙ্গে কাটানোর… পরিবারের সঙ্গে বন্ডিং বাড়ানোর সময়। আর তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না সাবা বা হৃত্বিক কেউই। রাজেশ রোশনের মেয়ে পশমিনা এবং দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গে বিদেশের কোনও লোকেশনে বড়দিন কাটাতে উড়ে গেলেন হৃত্বিক ও সাবা। এয়ারপোর্টে স্টারদের ফ্রেমবন্দি করলাম আমরা। কিন্তু এ কী! কী বলছেন হৃত্বিক?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *