Justice Abhijit Gangopadhyay : ‘শিক্ষকদের মতো অধিকার রয়েছে পড়ুয়াদেরও’ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় – justice abhijit gangopadhyay raised voice against excessive teacher transfer


স্কুলে ঢালাও শিক্ষক বদলি নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকারের কথা স্পষ্ট করলেন।

 

Justice Abhijit Gangopadhayay
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

হাইলাইটস

  • পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বদলি মামলায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধে পাওয়ার অধিকার যদি থাকে, তা হলে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
  • আদালত ওই পড়ুয়াদের যথাযথ শিক্ষা নিয়ে চিন্তিত।
  • শুনানি চলাকালীন বিচারপতি জানান, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে, তার পরেই আদালত বদলির নির্দেশ দেবে।
এই সময়: স্কুলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ‘ব্রাদার জাজ’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এ বার ঢালাও শিক্ষক বদলি নীতির বিরুদ্ধে বিচারপতি বসুর কঠোর অবস্থানকে বিচারপতি গঙ্গোপাধ্যায় সমর্থন করলেন। পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বদলি মামলায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধে পাওয়ার অধিকার যদি থাকে, তা হলে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। আদালত ওই পড়ুয়াদের যথাযথ শিক্ষা নিয়ে চিন্তিত।’ শুনানি চলাকালীন বিচারপতি জানান, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে, তার পরেই আদালত বদলির নির্দেশ দেবে। এর আগে বিচারপতি বসু শিক্ষক বদলি নিয়ে পুরুলিয়া জেলায় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলির শিক্ষক-পড়ুয়া অনুপাত এবং স্কুলগুলির অবস্থান জানতে চান।

Calcutta High Court : ‘গ্রামের স্কুল ফাঁকা হয়ে যাবে’, শিক্ষকদের শহরে বদলির আবেদনের হিড়িকে নীতি তৈরির পরামর্শ হাইকোর্টের
এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই প্রসঙ্গ উল্লেখ করে মামলাকারী শিক্ষকের আইনজীবীকে বলেন, ‘এখন ভালো করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেবো না। বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি-মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও চাইছি।’ পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক বদলি চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ‘ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে?’ মামলাকারীর আইনজীবী জানান, ৫৬ জন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন। অন্যান্য সুযোগ-সুবিধেও পাচ্ছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, পড়ুয়াদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তা থেকে তারা যেন বঞ্চিত না-হয়, সেটাও লক্ষ্য রাখতে হবে শিক্ষকদের। শুধু বদলি চাইলেই হবে না।’

Primary Teacher Recruitment : অষ্টম শ্রেণি পাশ করেই স্কুলের শিক্ষক! TMC নেতাকে আদালতে হাজিরার নির্দেশ
শিক্ষকরা মূলত গ্রাম ছেড়ে কলকাতা বা তার আশপাশের স্কুলে বদলি চেয়ে মামলা করছেন, এমন প্রবণতা নজরে এসেছে হাইকোর্টের। এর ফলে শিক্ষক-ছাত্র অনুপাত ব্যাপক ধাক্কা খাবে বলে আদালত আশঙ্কা প্রকাশ করেছে। এমনকী, এই বদলি নিয়ে রাজ্যের নীতি স্থির করা উচিত বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে এর আগে বিচারতি পরামর্শ দেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *