স্কুলে ঢালাও শিক্ষক বদলি নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকারের কথা স্পষ্ট করলেন।
হাইলাইটস
- পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বদলি মামলায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধে পাওয়ার অধিকার যদি থাকে, তা হলে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
- আদালত ওই পড়ুয়াদের যথাযথ শিক্ষা নিয়ে চিন্তিত।
- শুনানি চলাকালীন বিচারপতি জানান, রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে, তার পরেই আদালত বদলির নির্দেশ দেবে।
এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই প্রসঙ্গ উল্লেখ করে মামলাকারী শিক্ষকের আইনজীবীকে বলেন, ‘এখন ভালো করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেবো না। বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি-মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও চাইছি।’ পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক বদলি চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর আইনজীবীর উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ‘ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে?’ মামলাকারীর আইনজীবী জানান, ৫৬ জন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন। অন্যান্য সুযোগ-সুবিধেও পাচ্ছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, পড়ুয়াদেরও উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তা থেকে তারা যেন বঞ্চিত না-হয়, সেটাও লক্ষ্য রাখতে হবে শিক্ষকদের। শুধু বদলি চাইলেই হবে না।’
শিক্ষকরা মূলত গ্রাম ছেড়ে কলকাতা বা তার আশপাশের স্কুলে বদলি চেয়ে মামলা করছেন, এমন প্রবণতা নজরে এসেছে হাইকোর্টের। এর ফলে শিক্ষক-ছাত্র অনুপাত ব্যাপক ধাক্কা খাবে বলে আদালত আশঙ্কা প্রকাশ করেছে। এমনকী, এই বদলি নিয়ে রাজ্যের নীতি স্থির করা উচিত বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে এর আগে বিচারতি পরামর্শ দেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ