Justice Abhijit Ganguly: লিখিত পরীক্ষায় ০, মৌখিকে সর্বোচ্চ পেয়ে চাকরি! প্রাথমিকে ফের অনিয়মের অভিযোগ – calcutta high court justice abhijit ganguly order to publish candidates number in a new case of primary teachers recruitment


Primary Teachers Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সামনে এল নয়া বেনিয়ম। ওএমআর শিট (OMR Sheet) নিয়ে বিতর্কের পর এবার মৌখিক পরীক্ষায় নম্বর গন্ডগোলের তথ্য। লিখিত পরীক্ষার পর এবার মৌখিক পরীক্ষায় নম্বরে গোলমাল। মামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখতে তাদের সকলের অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিকের নম্বর প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরবর্তী শুনানি ১০ জানুয়ারি।

Justice Abhijit Gangopadhyay : ‘শিক্ষকদের মতো অধিকার রয়েছে পড়ুয়াদেরও’ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিযোগ, প্রাথমিকের নিয়োগে লিখিত পরীক্ষায় শূন্য বা এক পাওয়া প্রার্থীরা নাকি মৌখিক পরীক্ষায় পেয়েছে সর্বোচ্চ নাম্বার। এখানেই শেষ নয়, দেখা গিয়েছে মামলাকারীরদের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলেও মৌখিক পরীক্ষায় নাম মাত্র নাম্বার পাওয়ায় চাকরির যোগ্যতা অর্জন করেনি। বোর্ডের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আবারও এমন অভিযোগ শুনে ক্ষুব্ধ ও বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীদের অ্যাপ্চিটিউড টেস্ট ও মৌখিক পরীক্ষার নাম্বারে গোলমাল প্রমাণিত হলে আগামী দিনে এই রিপোর্ট পাওয়ার পর যতজন পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের ওই নম্বর প্রকাশ করার নির্দেশ দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijeet Ganguly)। সেক্ষেত্রে কত নম্বর পাওয়া প্রার্থী চাকরি পেয়েছেন সে হিসেবও আনতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে (West Bengal Board of Primary Education)।

Calcutta High Court : বয়স ভাঁড়িয়ে চাকরি পাওয়ার অভিযোগ, প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে CBI অনুসন্ধানের নির্দেশ আদালতের

একদিকে চাকরির দাবিতে রাস্তায় হাজার হাজার চাকরিপ্রার্থী অন্যদিকে প্যানেল থেকে চাকরি পাওয়ার পরও নিয়োগ নিয়ে উঠছে একাধিক অভিযোগ। ২০০৯, ২০১৪, ২০১৬ প্রাথমিক টেট নিয়ে ভুরি ভুরি অভিযোগ ও কয়েকশো মামলার মাঝে আবারও সামনে এল নয়া অভিযোগ। এবার পর্ষদের বিরুদ্ধে মৌখিকে যুক্তিহীনভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ।

Justice Abhijit Gangopadhyay : ভালো কাজ করলে অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রশংসা করব: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অন্য একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) মামলায় অনিয়মের অভিযোগে ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৪ সালে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০১৪ সালে TET পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং ২০১৬ সালে প্রকাশিত হয় মেধাতালিকা। ২০১৭ সালে অ্যাডিশনাল একটি মেধাতালিকা প্রকাশিত হয়। কিন্তু, দ্বিতীয় তালিকাতে অনিয়ম রয়েছে এই মর্মে কলকাতা আদালতে মামলা দায়ের হয়। নিয়োগে দুর্নীতি পেয়ে কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করলেও ২৬৯ জন চাকরিপ্রাপকের বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *