MGNREGA : পুকুর খুড়েঁছেন মৃত ব্যক্তি! – calcutta high court directs nadia district magistrate to investigate allegations of mgnrega scheme


কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির মামলায় তিন মাসের মধ্যে নদিয়ার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

 

MGNREGA

মনরেগা

হাইলাইটস

  • কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্প বা মনরেগা-য় দুর্নীতির মামলায় তিন মাসের মধ্যে নদিয়ার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • রাজনীতির সঙ্গে যুক্ত কিছু লোক এই দুর্নীতি করেছেন বলে অভিযোগ।
  • মৃতদের নামে জব কার্ড বানিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকানো হচ্ছে বলে কিছু নথিও এ দিন আদালতে জমা দেওয়া হয় মামলাকারীর তরফে।
এই সময়: Mahatma Gandhi National Rural Employment Guarantee : কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্প বা মনরেগা-য় দুর্নীতির মামলায় তিন মাসের মধ্যে নদিয়ার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজনীতির সঙ্গে যুক্ত কিছু লোক এই দুর্নীতি করেছেন বলে অভিযোগ। মৃতদের নামে জব কার্ড বানিয়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকানো হচ্ছে বলে কিছু নথিও এ দিন আদালতে জমা দেওয়া হয় মামলাকারীর তরফে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত এই মামলার নিষ্পত্তি করা হলেও আগামী দিনে জেলাশাসকের রিপোর্ট নিয়ে কোনও অসন্তোষ থাকলে মামলাকারী ফের আদালতে আবেদন করতে পারবেন।

Primary Teacher Recruitment : প্রমাণ ছাড়া ‘অযোগ্য’ শিক্ষক মামলা, ভুল তথ্য দেওয়ায় মামলাকারীকে জরিমানা হাইকোর্টের
মামলাকারীর তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, মৃতদের নামে জব কার্ড তৈরি হয়েছে নদিয়ার কল্যাণী ব্লকে একশো দিনের কাজের জন্য। অমল আচার্য নামে এক জনের মৃত্যু হয়েছে ২০১৫ সালে। অথচ তিনি ২০১৯ সালে পুকুর খোঁড়ার কাজ করেছেন বলে দেখিয়ে টাকা তোলা হয়েছে! মদনপুরে মনোরঞ্জন বিশ্বাস পুকুর খুঁড়েছেন বলে দেখানো হয়েছে। অথচ তিনি মারা গিয়েছেন ২০১৪ সালে। তাঁর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। এমনকী, পুলিশ বাহিনীতে কর্মরত এক জনও ওই প্রকল্পে টাকা তুলেছেন!

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *