Modi Mamata Meeting : বছর শেষে কলকাতায় মোদী-যোগী, রয়েছে গঙ্গাবক্ষে ক্রুজভ্রমণের সম্ভাবনা – pm narendra modi and uttar pradesh cm yogi adityanath may visit kolkata on 30 december will meet cm mamata banerjee


সম্প্রতি বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah At Kolkata)। এবার আসছেন খোদ প্রধানমন্ত্রী (Prime Minister)। সঙ্গে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। ডিসেম্বরের শেষে কলকাতায় পা রাখবেন তাঁরা। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Modi Mamata Meeting) সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এই হাইভোল্টেজ সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

Amit Shah Mamata Banerjee Meeting : নবান্নের ১৪ তলায় অমিত শাহ, মধ্যাহ্নভোজ সেরেই মমতার সঙ্গে একান্ত বৈঠক
কলকাতায় মোদী-যোগী (Modi Yogi In Kolkata)

নতুন বছরের আগেই কলকাতায় আসছেন মোদী-যোগী। বছর শেষে কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। তাছাড়া যে রাজ্যগুলি দিয়ে গঙ্গে বয়ে গিয়েছে, সেই রাজ্যগুলিও এই পরিষদের সদস্য। ফলে স্বাভাবিকভাবেই এর একটি বৈঠকের আয়োজক পশ্চিমবঙ্গ। আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় সেই বৈঠকের আয়োজন করা হয়েছে। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন পরিষদের বৈঠকে। তবে তাঁরা ভার্চুয়ালি যোগ দেবেন না কলকাতায় আসবেন, তা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি। বৈঠক বাদেও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে শেষবার ২০১৯ সালে কানপুরে অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা পরিষদের এই বৈঠক। সেই বার বৈঠকে অবশ্য অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Amit Shah-Mamata Banerjee : পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে আজ মুখোমুখি শাহ-মমতা
কলকাতায় আমিত শাহ (Amit Shah In Kolkata)

সম্প্রতি পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন সভাঘরে হওয়া এই বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হয়। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের ১৪ তলায় একান্তে বৈঠকও করেন তিনি। BSF-এর সীমানা এক্তিয়ার নিয়ে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে অমিত শাহের সামনেই উষ্মা প্রকাশ করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকের পাশাপাশি নবান্নে মধ্যাহ্নভোজেও যোগ দেন অমিত শাহ। তাঁর সম্মানে বাঙালি এবং গুজরাটি খানার আয়োজন করা হয়।

Amit Shah Mamta Banarjee : সংঘাতের আবহেই মুখোমুখি মমতা-শাহ, নবান্নে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে মমতা

সম্প্রতি দিল্লিতে জি-২০ সম্মেলনের (G-20 Summit) বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে তাঁর আলাদা করে কোনও বৈঠক হয়নি। যদিও পরবর্তীতে কলকাতা থেকে ভার্চুয়ালি জি-২০ সম্মেলনেরই একটি বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *