Nadia News : প্রাচীন মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য শান্তিপুরে – nadia shantipur alleged theft case in a temple


নদিয়ার শান্তিপুরে প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল।

 

Shantipur
শান্তিপুর

হাইলাইটস

  • প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল।
  • প্রথম এই মন্দিরে চুরির ঘটনা ঘটল বলেও দাবি স্থানীয়দের৷
  • অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
Shantipur News : প্রাচীন মন্দিরের (Temple) গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের (Shantipur) বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরে। সারা বছর প্রণামি বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। এই প্রথম এই মন্দিরে চুরির ঘটনা ঘটল বলেও দাবি স্থানীয়দের৷ সকালেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায় (Shantipur Police Station)৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ এরপর তাঁরা খবর দেন মন্দিরের সেবাইতকে। মন্দিরের সেবাইত এসে দেখেন গ্রিলের তালা ভাঙা৷ এমনকী, প্রণামীর বাক্সের তিনটি তালাও ভাঙা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা টাকাপয়সা কিছুই নেই।

Shantipur Kali Puja : শান্তিপুরে আগমেশ্বরী মাতার পুজোর আয়োজন, ভক্তদের ঢল মন্দিরে
মন্দিরের সেবাইত জানান, সারা বছরে ভক্ত বৃন্দদের দানের টাকা ছিল প্রমাণীর বাক্সে৷ প্রায় ১৫-১৬ হাজার টাকা ছিল৷ আরও জানা গিয়েছে, প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম দিন থেকে মায়ের আরাধনার সঙ্গে দিয়ে মেলা শুরু হয়৷ আর ভক্ত বৃন্দদের দান করা প্রণামী বাক্সের অর্থ পুজোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে। খোলামেলা পরিবেশ হলেও, আজ পর্যন্ত এই মন্দিরে কোনওদিন চুরির ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয়দের৷ এই প্রথম মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। চক্রান্ত করেই কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলেও দাবি তাঁর৷ মন্দিরের সেবায়েত শুভ্র মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখেন মন্দির খোলা৷ সকালেই তাঁরা আমাদের বাড়িতে গিয়ে খবর দেন৷ এসে দেখি মন্দিরের তালা ভাঙা৷

Nadia News : শান্তিপুরে চুরির ঘটনা, খোয়া গেল নগদ টাকা সহ সোনার গয়না
প্রণামীর বাক্সের তালা ভাঙা এবং সব টাকা উধাও৷ অনেকদিনই প্রণামীর বাক্সটি খোলা হয়নি৷ ফলে প্রায় ১৫-১৬ হাজার টাকা থাকার কথা৷ সব আলো নিভিয়ে দেয় দুষ্কৃতীরা৷’’ তাঁর দাবি, এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমলের৷ এতদিন ধরে কোনও চুরির ঘটনা ঘটেনি এখানে৷ তাছাড়া এই রাস্তা দিয়ে সারারাত লোকজন যাতায়াত করে৷ কিন্তু মন্দিরের বাইরে ও ভিতরের আলো নিভিয়ে দেওয়ায় হয়তো কারও নজরে পড়েনি৷ তবে চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে৷ যেভাবে চুরির সংখ্যা বাড়ছে, তাতে উদ্বিগ্ন শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *