আজ থেকে ঠিক এক মাস আগে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছিলেন ফাইটার ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অগুনতি মানুষ দাঁতে দাঁত চেপে বার বার ক্ষিদদার মতো বলেছিলেন ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’। মৃত্যুর সঙ্গে ঐন্দ্রিলার টানটান লড়াইটা যেন তাঁর ভক্তদের কাছে ব্যক্তিগত লড়াইয়ে পরিণত হয়েছিল। আর ঐন্দ্রিলার লড়াই মানেই তো সব্যসাচীর লড়াই। আগুনের শিখা তাঁকে আলিঙ্গন করার আগে পর্যন্ত ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন সব্যসাচী। শোকে পাথর হয়ে গিয়েও কর্তব্যে ছিলেন অবিচল। কিন্তু সরে গিয়েছিলেন সব সোশ্যাল মিডিয়া থেকে। নিকট কিছু মানুষ ছাড়া আর কারও সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। কিন্তু ঐন্দ্রিলার মৃত্যুর এক মাসের মাথায় এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল সব্যসাচী চৌধুরীর সঙ্গে। ফোনের ওপার থেকে কী জানালেন তিনি? দেখুন ভিডিয়ো।