Siliguri News: প্রেমিকাকে মেসেজ দাদার, প্রতিহিংসায় ভাইকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে – siliguri lover accused in a attack of youth whose brother used to send messages to his girlfriend


West Bengal Local News বান্ধবীকে মেসেজ করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। সতর্ক করা সত্ত্বেও মেসেজ আসা বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত বচসা। তার জেরে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ভূপেন্দ্রনগর এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মণীশ গুপ্ত। তিনি পেশায় গাড়ি চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণীশ গুপ্তের দাদা একটি মেয়েকে নিয়মিত প্রেমের কথা লিখে মেসেজ করতেন বলে খবর। ওই যুবতীর প্রেমিক অঙ্কিত শর্মা ছিলেন মণীশের পরিচিত। পুরো বিষয়টি জানার পর অঙ্কিত মণীশকে বলে তাঁর দাদাকে যেন সাবধান করে দেয়, সে যেন তাঁর প্রেমিকাকে মেসেজ না করে। এই বিষয় নিয়ে আগেও ওই দুজনের কথা হয়েছিল বলে দাবি।

ATM Fraud Cases: পুলিশের জালে আরও এক ‘জামতাড়া’! এটিএমএ টাকা তুলতে আসা গ্রাহকরাই টার্গেট

বিষয়টি মাত্রা ছাড়ায় রবিবার। ওই দিন রাতে ফের ভূপেন্দ্রনগরে অঙ্কিত ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে মণীশ ও তাঁর দাদার ঝামেলা বাঁধে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। মণীশকে সেখানে ছুরি মারার অভিযোগ ওঠে অঙ্কিতের বিরুদ্ধে। আহত মণীশক জখম অবস্থায় তাঁকে ভক্তিনগর থানার সামনে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাতেই মৃত্যু হয় তাঁর। এরপরই মৃত যুবকের পরিবারের লোকজন ও চেনা পরিচিতরা নার্সিংহোমে ভাঙচুর চালায়। পরে ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ যায়।

Cyber Crime: আট হাজার টাকার বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে অভিনব প্রতারণা, সাইবার কেলেঙ্কারির পর্দা ফাঁস পুলিশের

খবর পেয়ে সেখানে যান পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী । তিনি গিয়ে ভিড় সরান। এদিকে নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগে দুই জনকে আটক করে পুলিশ। এদিকে মণীশ গুপ্তকে খুনের অভিযোগে ভক্তিনগর থানার পুলিশ অঙ্কিত শর্মা, প্রভাত শর্মা, রোহিত শর্মা নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ।

Uttar 24 Pargana: হবু স্ত্রীর নাম ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ, প্রমাণ লোপাটে ধর্ষণ করে খুনের চেষ্টা স্বামী-দেওরের

জানা গিয়েছে, অঙ্কিত শর্মাকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ। খুনে অভিযুক্তের বাইকে আগুন লাগানোর চেষ্টা করা হয়। পরে পুলিশ গিয়ে তা আটকায়। অভিযুক্তরা একটি ভাড়া বাড়িতে থাকতো ভূপেন্দ্রনগরে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী জানান, তিনজনকে গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনায়। নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজ করছে পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *