অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনও শোলাঙ্কি-বিক্রমের (Solanki Roy and Vikram Chatterjee) জমজমাট জুটির প্রমাণ মিলল এই ইন্টারভিউ পরবে। আগের ইন্টারভিউ পর্ব গুলোতে বিক্রম এবং শোলাঙ্কি দুজনেই অনেক সিক্রেট ফাঁস করেছিল। এই পর্বেও তাঁরা জানালো একাধিক না জানা কথা। তাঁরা জানালো দুজনের মধ্যে কে বেশি রোম্যান্টিক। দেখুন পুরো ভিডিয়ো (Bengali Video)।