West Bengal News : অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় – south 24 parganas youth dead body recovered police started investigation


এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

 

West Bengal Local News
যুবকের মৃতদেহ উদ্ধার

হাইলাইটস

  • এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
  • মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেড়িয়া এলাকায়।
  • অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷
South 24 Parganas News : এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেড়িয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার (Basanti Police Station) পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের এবং তার পরিচয় জানার চেষ্টা করছে বাসন্তী থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যু সম্বন্ধে অনেক কিছু জানা যাবে বলেই দাবি পুলিশের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর রাজ্য সড়ক সংলগ্ন একটি জলাশয়ের মধ্যেই ওই যুবকের মৃতদেহ এদিন সকালে ভেসে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তাঁরাই খবর দেন বাসন্তী থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর পেয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ইতিমধ্যেই এ বিষয়ে যথাযথ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশকে।

Uttar 24 Pargana : নর্দমার পাশ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁচরাপাড়ায়
বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘‘কাঠালবেড়িয়া এলাকার জলাশয় থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ আমি পুলিশকে অনুরোধ করেছি, উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে৷ এর পিছনে যাদের হাত রয়েছে, সেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছি৷’’ এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘সকালে এক যুবকের মৃতদেহ পুকুরে ভাসতে দেখি৷ পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়৷ তবে ওই যুবক এলাকার কেউ নয়৷’’ আর এক বাসিন্দা বলেন, ‘‘পুকুরের জলে একটি মৃতদেহ ভাসতে দেখি সকালে৷ মুখ দেখে আমরা চিনতে পারিনি৷ এলাকার কেউ নয়৷ পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়৷’’

Dakshin 24 Pargana : ভরদুপুরে দুঃসাহসিক চুরি নরেন্দ্রপুরে, লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইরে থেকে এনে মৃতদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্বন্ধে জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, যুবকের পরিচয় জানতে আশপাশের থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ কোথাও কোনও যুবকের নিখোঁজের ডায়েরি করা হয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছে বাসন্তা থানার পুলিশ৷ তাঁর পরিচয় জানা গেলেও, অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে৷ তার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কিনা, তা জানা যাবে৷ এছাড়া মৃতদেহটি ময়নাতদন্তের পর সৎকারের জন্যও পরিবারের হাতে তুলে দেওয়া প্রয়োজন৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *