West Bengal News : যাত্রী তোলাকে ঘিরে বাস-অটো চালকদের বিবাদ, উত্তেজনা হাটগাছায় – north 24 parganas bus and auto driver clash


যাত্রী তোলা নিয়ে বাস চালক এবং অটোচালকদের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হাটগাছা। ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন।

 

South 24 Parganas
কলকাতা লেদার কমপ্লেক্স থানা

হাইলাইটস

  • যাত্রী তোলা নিয়ে বাস চালক এবং অটোচালকদের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হাটগাছ।
  • ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন।
  • সমস্যায় পড়ে সাধারণ মানুষজন।
North 24 Parganas News যাত্রী তুলবে কে ? বচসা অটো এবং বাস চালকদের মধ্যে। দু’পক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে তুলকালাম বসিরহাটে। যাত্রী তোলা নিয়ে বাস চালক এবং অটোচালকদের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হাটগাছা (Hatgachha)। ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। অবশেষে কলকাতা লেদার কমপ্লেক্স থানার (Kolkata Leather Complex Police Station) দ্বারস্থ হয় উভয় পক্ষ। পুলিশ সূত্রে খবর, হাটগাছা থেকে 12C/2 হাওড়া স্টেশন পর্যন্ত বাস চলাচলের রুট রয়েছে। সেই রুটের বাস চালকদের (Bus Driver) সঙ্গে হাটগাছার অটো চালকদের বিবাদ দীর্ঘদিনের। হাটগাছার অ্যাকোয়াটিকার সামনে থেকে কেষ্টপুর পর্যন্ত অটো রুট রয়েছে। অটোচালকদের দাবি, বাস চালকরা অটোস্ট্যান্ড থেকেই তাদের যাত্রী তুলে নেয়। উল্টোদিকে, বাস চালকরা দাবি করে, বেআইনি অটো রাস্তায় যানজটের সৃষ্টি করছে। ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষজন। এই নিয়ে এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Uttar 24 Pargana : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, টাকি রোড অবরোধ স্থানীয়দের
অটো রুটের এক প্রতিনিধি আব্দুল হামিদ বলেন, ” আমাদের এই সমস্যা দীর্ঘ এক বছর ধরে চলছে। আমাদের অটোওয়ালাদের ছোট রুট। তার মধ্যেও ছোট রাস্তার মধ্যে বাসগুলিকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দু-তিন মিনিট বাস চলাচল করে, আমাদের অটোস্ট্যান্ডের যাত্রীগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এর আগেও বহুবার বলা হয়েছে। কিন্তু দুপক্ষের মধ্যে আলোচনায় বসতে রাজি হচ্ছে না। আজ আমরা সেই কারণেই থানার দ্বারস্থ হচ্ছি।” অন্যদিকে, এক বাস চালক শম্ভু শেখ বলেন, ” গতকাল আমার বাস থেকে এক মহিলা যাত্রীকে জোর করে নামিয়ে দিয়েছে। আমার কন্ডাক্টরকে মারধর করেছে। সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা চাইছি, এই রুট থেকে অটোগুলিকে তুলে দেওয়া হোক।”

Baruipur Gunshot : ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা বারুইপুর শ্যুটআউটের মূল অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী
মঙ্গলবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে। অটো ও বাস চালকরা বিবাদে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিবাদ পরিণত হয় হাতাহাতিতে। ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। আপাতত ওই রুটের বাস এবং অটো বন্ধ করে দেওয়া হয়েছে। দুপক্ষের ঝামেলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে উভয় পক্ষের প্রতিনিধিরা কলকাতা লেদার কমপ্লেক্স থানার দ্বারস্থ হয়। বাস চালক এবং অটোচালকদের দুই পক্ষের তরফেও থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট রুটে বাস, অটো চালকদের বিবাদের কারণে যান চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলেই ধারণা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *