পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলে ভাঙন, আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান শতাধিক সদস্যের।

হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলে ভাঙন।
- আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান শতাধিক সদস্যের।
- পঞ্চায়েত নির্বাচনের আগে গেরুয়া ব্রিগেড খানিকটা অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর এলাকায় প্রায় ৩০টি পরিবার থেকে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদান করল৷ তৃণমূল থেকে BJP তে যোগ দেওয়া লক্ষ্মী পাল বলেন, ‘‘আগে তৃণমূলের সমর্থক ছিলাম৷ এবার BJP তে যোগ দিলাম৷ আমাদের ছোট কুঁড়ে ঘর রয়েছে৷ সরকারি প্রকল্পে বাড়ি না পেয়ে এবার আমি BJP তে যোগ দিলাম৷ যারা আগেই ঘর পেয়েছে, তাদের নাম আবারও আবাস প্লাসের তালিকায় এসেছে, অথচ আমরা ঘর পাচ্ছি না৷’’ তৃণমূল থেকে BJP তে যোগ দেওয়া আর এক কর্মী উত্তম প্রধান বলেন, ‘‘আমরা শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী BJP তে যোগ দিলাম৷ কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আগেই যারা ইতিমধ্যেই পেয়েছে, তাদের নাম ফের তালিকায় এসেছে৷ অথচ আমাদের নাম আসেনি৷ এরই প্রতিবাদে আমরা একসঙ্গে মিলিত হয়ে BJP তে যোগদান করলাম৷ এবার আমরা সুবিচার পাব বলেই আশা নিয়ে BJP তে যোগ দিলাম৷’’
এই যোগদান প্রসঙ্গে স্থানীয় BJP নেতা অনুপ সামন্ত বলেন, ‘‘শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী BJP তে যোগ দিয়েছে৷ আবাস যোজনায় বেনিয়মের প্রতিবাদে তাঁরা তৃণমূল ছেড়ে BJP তে এসেছে৷ তাঁদের সকলের একটাই দাবি, আবাস প্লাসের তালিকায় যারা প্রকৃত প্রাপক তাদের বাদ দিয়ে যাদের ঘর রয়েছে, তাদের নাম এসেছে৷’’ আগামী দিনে পঞ্চায়েত ভোটে এটা লড়ার শক্তি জোগাবে বলেই দাবি করেন তিনি৷ এমনকী, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিকে সামনে রেখে এই পঞ্চায়েত BJP পাবে বলেও দাবি করেন তিনি৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ সামনে আসছে৷ অনেক জায়গায় প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী৷ তবে এবার এই বেনিয়মের অভিযোগে তৃণমূল কংগ্রেস দলটাই ত্যাগ করলেন শতাধিক কর্মী সমর্থক৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ