রাজ্যে ফের হাওয়া বদল
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার আংশিক মেঘলা থাকবে উপকূল অঞ্চলের আকাশ। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশা আরও বাড়বে। ২৫শে ডিসেম্বর বড়দিনে আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।
রাজ্যে কুয়াশার সতর্কতা
আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশায় থাকবে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুর। জাতীয় সড়ক সহ অন্য রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতরের। দৃশ্যমানতা অনেকটাই কমবে এই দুই জেলায়। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্য জেলাতেও। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা গড়াতে পরিষ্কার হবে আকাশ।
উল্লেখ্য, হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আরব সাগরে নিম্নচাপ ক্রমশ দূরে সরে যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটি আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করবে। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি শুক্রবারের পর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি করবে।
ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?
তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। তামিলনাড়ু, পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলের অংশে বৃষ্টি বাড়বে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি (Delhi Weather Update) সহ উত্তর প্রদেশ পঞ্জাব হরিয়ানাতে। বিহার এবং উত্তরবঙ্গ ও সিকিমে ঘন কুয়াশার সম্ভাবনা। শৈত্যপ্রবাহ চলবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচলপ্রদেশে ।