ঘোড়ার গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওডিশার সম্বলপুর থেকে কলকাতায় বেড়াতে এসেছিল এক পরিবার। ভিক্টোরিয়ার সামনে গাড়ি দাঁড় করিয়ে তারা ঘোড়ার গাড়িতে (Horse Cart At Kolkata) ওঠেন। উদ্দেশ্যে ছিল ঘোড়ার গাড়িতে চেপে ভিক্টোরিয়া (Victoria Memorial), রেস কোর্স সহ আশপাশ ঘুরে দেখা। ভিক্টোরিয়ার সামনে থেকেই দু’জন পুরুষ, তিনজন মহিলা এবং একজন শিশু ওই গাড়িতে ওঠেন। আচমকাই পিছন থেকে একটি চারচাকা গাড়ি এসে সদোরে সেটিতে ধাক্কা মারে। গাড়িটির গতিবেগ এতটাই জোরে ছিল, ঘোড়ার গাড়িটি উলটে পড়ে। সামনের লোহার রড বেঁকে যায়। গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়েন যাত্রীরা। গুরুতর আহত হন গাড়িতে থাকা মহিলারা ও শিশুটি। এরপর তাঁদের SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওডিশা থেকে আসা ওই যাত্রীদের অভিযোগ, চারচাকাটি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত হয় চারচাকাটিও। সামনের বনেট বেঙে চুরমার হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে রেড রোডের একাংশে যান চলাচল বন্ধ করে রাখা হয়। আটকে পড়ে একাধিক গাড়ি। ভোগান্তির শিকার হন যাত্রীরা। পুলিশ ইতিমধ্যেই চারচাকাটিকে আটক করেছে।
সম্প্রতি মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনার (Maa Flyover Accident) খবর পাওয়া যায়। বেপরোয়া মদ্যপ চালকদের জয় রাইডের জেরে ভোরের শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সল্টলেকের দিক থেকে প্রবল গতিতে আসা একটি গাড়ি পার্ক সার্কাসের কাছে মা উড়ালপুলের ফ্ল্যাঙ্কে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্ট সমেত ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে। ঘটনায় পালটি খেয়ে গাড়িটি ডিভাইডার টপকে উড়ালপুলের অন্য লেনে চলে যায়। চালক সহ গাড়ির মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। তবে আহত অবস্থায় চালককে ফেলে রেখেই বাকি চারজন এলাকা থেকে চম্পট দেয়।