কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সহায়তা দানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইলাইটস
- কৃষকদের জন্য বড় সুখবর!
- রবি শস্য 91 লাখের বেশি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দুই হাজার 555 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- “চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য 79 লাখ কৃষককে 2 হাজার 468 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে।
এক্ষেত্রে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে?
কোনও কৃষককে এই প্রকল্পের সুবিধা পেতে হলে তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আগে এই প্রকল্পে দুই হাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হত। এখন তা বাড়িয়ে করা হয়েছে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার। রাজ্যের কৃষিকাজের সঙ্গে যুক্তরা যাতে কোনওভাবেই চাষের ক্ষেত্রে সমস্যায় না পড়েন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কৃষকদের জন্য এই উদ্যোগ। তাঁদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন।”
এদিন গঙ্গাসাগর নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর গঙ্গাসাগর মেলায় সুরক্ষা ব্যবস্থা ঠিক কী হতে চলেছে, তার রূপরেখা এদিনের বৈঠক থেকে নিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টিকিটেই গঙ্গাসাগর যাওয়া যাবে এবং অনলাইনেই পাওয়া যাবে প্রসাদও, এদিন জানানো হয় এমনটাই।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ