Krishak Bandhu Scheme : রবি শস্যের জন্য কৃষকদের আড়াই কোটি টাকা, বড় ঘোষণা মমতার – mamata banerjee announces krishak bandhu scheme for rabi crops


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 21 Dec 2022, 6:37 pm

কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সহায়তা দানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

mamata Banerjee
ফাইল ফটো (ছবি সৌজন্য : শুভ্রজিৎ চন্দ্র)

হাইলাইটস

  • কৃষকদের জন্য বড় সুখবর!
  • রবি শস্য 91 লাখের বেশি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দুই হাজার 555 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • “চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য 79 লাখ কৃষককে 2 হাজার 468 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে।
Krishak Bondhu : কৃষকদের জন্য বড় সুখবর! রবি শস্যের জন্য ৯১ লাখের বেশি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দুই হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এই ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চলতি বছর জুন মাসে খারিফ মরশুমের জন্য ৭৯ লাখ কৃষককে ২ হাজার ৪৬৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। অর্থাৎ এই বছর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের মোট ৫ হাজার ২৩ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পে। সবমিলিয়ে ১২ হাজার ৫০০ কোটি টাকার বেশি এই প্রকল্পে সহায়তা করা হয়েছে, জানা গিয়েছে এমনটাই। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এর মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের অনুদান এবং জীবন বীমার সহায়তা প্রদান করে। এক্ষেত্রে রাজ্যের কৃষকদের ২ লাখ টাকা জীবনবীমা দেওয়া হয়। পাশাপাশি খরিফ এবং রবি চাষের আগে দুটি কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা করে অনুদান পাওয়া সম্ভব হয়।

Coronavirus : করোনার বাড়বাড়ন্ত শুনেই তৎপর মুখ্যমন্ত্রী, বাংলায় মনিটরিং টিম গঠনের নির্দেশ
এক্ষেত্রে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে?

কোনও কৃষককে এই প্রকল্পের সুবিধা পেতে হলে তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আগে এই প্রকল্পে দুই হাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হত। এখন তা বাড়িয়ে করা হয়েছে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার। রাজ্যের কৃষিকাজের সঙ্গে যুক্তরা যাতে কোনওভাবেই চাষের ক্ষেত্রে সমস্যায় না পড়েন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কৃষকদের জন্য এই উদ্যোগ। তাঁদের পাশে দাঁড়াতে তৎপর প্রশাসন।”
Health Minister Covid Meeting : ফের কোভিডের চোখ রাঙানি, মাস্ক নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের
এদিন গঙ্গাসাগর নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর গঙ্গাসাগর মেলায় সুরক্ষা ব্যবস্থা ঠিক কী হতে চলেছে, তার রূপরেখা এদিনের বৈঠক থেকে নিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টিকিটেই গঙ্গাসাগর যাওয়া যাবে এবং অনলাইনেই পাওয়া যাবে প্রসাদও, এদিন জানানো হয় এমনটাই।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *