ইকো পার্ক ও বিশ্ব বাংলা গেটের কাছেই অবস্থিত এই মিনি জু। ২০১৬ সালে হিডকোর দেওয়া ১৩ একর জমির উপর নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হরিণ (Deer)-কুমির (Crocodile) ও পশুপাখি নিয়ে যাত্রা শুরু করা এই চিড়িয়াখানায় ধীরে ধীরে বাড়ছে সদস্য সংখ্যা। শুরুর দিন থেকেই এই মিনি জু নিয়ে কলকাতাবাসীর উন্মাদনা তুঙ্গে। ছুটির দিনে কচিকাঁচা থেকে সপ্তাহে সপ্তাহে বড়দেরও ভিড়ের দেখা মিলছে এই চিড়িয়াখানায়। জনসাধারণের আগ্রহ দেখে পরিকল্পনামতোই ধীরে ধীরে মিনি জু-তে (New Town Mini Zoo) বাড়ছে পশু-প্রাণীর সংখ্যা।
নিউটাউন হরিণালয়ের দায়িত্বে থাকা আধিকারিক বিবেক ওঝা এই সময় ডিজিটালকে জানান, আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জেব্রা আনা হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আসবে আরও একটি জেব্রা। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যে আলিপুর জু থেকে এই মিনি জু-তে আসতে চলেছে একটি জিরাফ ও জলহস্তিও। অসমর্থিত সূত্রে খবর, অদূর ভবিষ্যতে বাঘ-চিতা আনার ভাবনাচিন্তাও চলছে এখানে।
নয়া অতিথিদের আসার খবরে বর্ষশেষের উৎসবের মরশুমে শহরবাসীর পছন্দের ডেস্টিনেশন হতে চলেছে এই জু। বর্তমানে এখানে জেব্রা ছাড়াও দেখা মিলবে নোনা জলের কুমির (Salt Water Crocodile), মার্স কুমির, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, ম্যাকাও, কাকাতুয়া, জল প্রিয় বিভিন্ন পাখি, অ্যামাজন টিয়া, গ্রে টিয়া, লরি, পিঞ্চ বার্ড প্রভৃতি।
পশু-প্রাণীর সংখ্যায় পিছিয়ে থাকলেও কয়েকবছরেরই কলকাতার অন্যতম সেরা ঘোরার জায়গাগুলির মধ্যে নাম লিখিয়েছে নিউটাউনের (New Town) এই মিনি জু। যদিও দক্ষিণের আলিপুরের জু-এর সমকক্ষ হতে এখনও বহু দূর, তবু এই চিড়িয়াখানা যে নিউ টাউন- সল্টলেকবাসী সহ উত্তর কলকাতা ও শহরতলির মানুষের মধ্যে কম সময়েই জনপ্রিয়তা কুড়িয়েছে। তা বলা যেতেই পারে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।