Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার তালিকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম, শোরগোল রায়গঞ্জে – raiganj trinamool congress panchayat member name in pradhan mantri awas yojana list


প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম। জানাজানি হতেই শোরগোল।

 

Raiganj News
আবাস যোজনা

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম।
  • খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
  • ঘটনা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা৷
PM Awas Yojana : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana ) উপভোক্তাদের তালিকায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পঞ্চায়েত সদস্যের (Panchayat Member) নাম! এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাটি রায়গঞ্জ (Raiganj) ব্লকের ১ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের৷ এই ঘটনা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা৷ তাঁদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা ঘর পাওয়া থেকে বঞ্চিত৷ অথচ গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে৷ জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েত সদস্য মেহেন্দি গ্রাম সংসদ থেকে নির্বাচনে জিতেছিলেন। যদিও পঞ্চায়েত সদস্য নীরোদ বিশ্বাস যে সময় আবাস যোজনায় ঘর পাওয়ার আবেদন করেছিলেন, তিনি সেসময় BJP র টিকিটে জেতা জনপ্রতিনিধি ছিলেন। বছরখানেক আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Pradhan Mantri Awas Yojana : তৃণমূল অঞ্চল সভাপতি-উপপ্রধানের নাম আবাস যোজনায়, শোরগোল পুরুলিয়ার ডিমডিহায়
নীরোদ বিশ্বাস বলেন, ‘‘আগে আমি আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলাম৷ তখন আমার কাঁচা বাড়ি ছিল৷ এবার সার্ভে করতে এসে আমাকে বলে যে তালিকায় আমার নাম রয়েছে৷ আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে, নাম বাতিলের জন্য আবেদন করেছি। আমি চাই, আমার নাম বাদ দিয়ে প্রকৃত যারা প্রাপক তারা ঘর পাক৷’’ তবে গ্রামবাসীরা তাঁর এই কথা মানতে নারাজ৷ তাঁদের দাবি, এখন চাপে পড়ে এসব কথা বলছেন তিনি৷ গ্রামবাসী মনতোষ বিশ্বাস বলেন, ‘‘সদস্যের নাম আবাস যোজনায় কী করে আসে! এখন চাপে পড়ে আবেদন করেছে নাম বাতিলের৷ এদিকে, গরিব মানুষের ঘর পাওয়ার কথা৷ অথচ প্রকৃত উপভোক্তারা পাচ্ছে না৷ যাদের ঘর আছে, তারাই পাচ্ছে৷’’ স্থানীয় বাসিন্দা শ্যামলী বর্মন বলেন, ‘‘আমাদের সদস্যের কী ঘরের খুব প্রয়োজন? ওনার পাকা বাড়ি আছে৷ হাসপাতালে চাকরি করেন৷ তারপরও ওনার নাম আছে আবাস যোজনার তালিকায়৷ অথচ আমাদের ঘর নেই, তা সত্ত্বেও নাম আসেনি৷ এখন ওনার নাম বাদ দিয়ে সেখানে প্রকৃত উপভোক্তাদের নাম দেওয়া হোক৷’’

BJP To TMC : আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ, তৃণমূল ছেড়ে BJP তে যোগদান শতাধিক কর্মী-সমর্থকের
এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস বলেন, ‘‘২০১৮ সালে যখন ঘর প্রাপকদের তালিকা তৈরির সার্ভে করা হয়েছিল, সেই তালিকা আমাদের কাছে আসেনি৷ এখন যে তালিকা এসেছে, তাতে নিরোদ বিশ্বাস জানতে পারেন তাঁর নাম রয়েছে৷ যদিও সঙ্গে সঙ্গেই তিনি প্রশাসনিক স্তরে নাম বাতিলের জন্য আবেদন করেছেন৷’’ এব্যাপারে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘‘তখন সার্ভেতে হয়তো গণ্ডগোল থেকে যেতে পারে৷ এখন কাজ চলছে৷ বর্তমানে সার্ভেতে যাদের পাকা বাড়ি আছে, তাদের নাম বাদ দেওয়া হবে৷’’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *