প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম। জানাজানি হতেই শোরগোল।
হাইলাইটস
- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম।
- খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
- ঘটনা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা৷
নীরোদ বিশ্বাস বলেন, ‘‘আগে আমি আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলাম৷ তখন আমার কাঁচা বাড়ি ছিল৷ এবার সার্ভে করতে এসে আমাকে বলে যে তালিকায় আমার নাম রয়েছে৷ আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে, নাম বাতিলের জন্য আবেদন করেছি। আমি চাই, আমার নাম বাদ দিয়ে প্রকৃত যারা প্রাপক তারা ঘর পাক৷’’ তবে গ্রামবাসীরা তাঁর এই কথা মানতে নারাজ৷ তাঁদের দাবি, এখন চাপে পড়ে এসব কথা বলছেন তিনি৷ গ্রামবাসী মনতোষ বিশ্বাস বলেন, ‘‘সদস্যের নাম আবাস যোজনায় কী করে আসে! এখন চাপে পড়ে আবেদন করেছে নাম বাতিলের৷ এদিকে, গরিব মানুষের ঘর পাওয়ার কথা৷ অথচ প্রকৃত উপভোক্তারা পাচ্ছে না৷ যাদের ঘর আছে, তারাই পাচ্ছে৷’’ স্থানীয় বাসিন্দা শ্যামলী বর্মন বলেন, ‘‘আমাদের সদস্যের কী ঘরের খুব প্রয়োজন? ওনার পাকা বাড়ি আছে৷ হাসপাতালে চাকরি করেন৷ তারপরও ওনার নাম আছে আবাস যোজনার তালিকায়৷ অথচ আমাদের ঘর নেই, তা সত্ত্বেও নাম আসেনি৷ এখন ওনার নাম বাদ দিয়ে সেখানে প্রকৃত উপভোক্তাদের নাম দেওয়া হোক৷’’
এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস বলেন, ‘‘২০১৮ সালে যখন ঘর প্রাপকদের তালিকা তৈরির সার্ভে করা হয়েছিল, সেই তালিকা আমাদের কাছে আসেনি৷ এখন যে তালিকা এসেছে, তাতে নিরোদ বিশ্বাস জানতে পারেন তাঁর নাম রয়েছে৷ যদিও সঙ্গে সঙ্গেই তিনি প্রশাসনিক স্তরে নাম বাতিলের জন্য আবেদন করেছেন৷’’ এব্যাপারে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘‘তখন সার্ভেতে হয়তো গণ্ডগোল থেকে যেতে পারে৷ এখন কাজ চলছে৷ বর্তমানে সার্ভেতে যাদের পাকা বাড়ি আছে, তাদের নাম বাদ দেওয়া হবে৷’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ