Pradhan Mantri Housing Scheme : আবাস যোজনায় নাম কাটার অভিযোগ, আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার – pradhan mantri awas yojana baharampur villagers protested for removing name from beneficiary list


Pradhan Mantri Awas Yojana : প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) নাম কাটার অভিযোগে আশাকর্মীর (Asha Workers) বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। প্রায় দু’ঘণ্টা আশাকর্মীর বাড়ি ঘিরে রাখেন কয়েকশো উত্তেজিত জনতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের (Baharampur) হরিহরপাড়া ব্লকের খামারমাটি তুলসিপুর এলাকায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে উত্তেজিত জনতাকে সামাল দেয়। যদিও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান ওই আশাকর্মী৷ আবাস প্লাসের সার্ভে নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। স্বচ্ছতা রাখতে এবার সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছিল আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের। তাঁদের সার্ভের পর তালিকা থেকে নাম বাদ পড়ায় এবার উপভোক্তারা আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করে তালিকা থেকে নাম কেটে দেওয়ার প্রতিবাদে আশাকর্মী তহমিনা খাতুনের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

PM Awas Yojana Gramin : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, আশাকর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের
স্থানীয়দের দাবি, আশাকর্মীর নিকট আত্মীয়দের পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম বাদ যায়নি। যাদের পাকা বাড়ি রয়েছে, সেই সমস্ত ব্যক্তির নাম সার্ভে করার পড়েও তালিকায় থেকে গিয়েছে। কিন্তু যাদের কাঁচা বাড়ি, তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী মালেকা বিবি বলেন, ‘‘পাঁচ বছর হল সার্ভে করে গিয়েছে আজও ঘর পাইনি৷ স্বামী-স্ত্রীর চাকরি করে এমন ব্যক্তির নাম রয়েছে, আর আমাদের হয়নি৷ আমার ছেলের ১৮ বছর বয়স কেরলে কাজ করে সে ঘর করেছে, কিন্তু আমার কাঁচা বাড়ি৷ এই আশাকর্মী আমার নাম কেটে দিয়েছে৷ আশাকর্মী নিজের আত্মীয়দের নাম রেখেছে৷ আমাদের এলাকায় ৮০-৯০ জনের নাম কেটে দিয়েছে৷ তাই আমরা আশাকর্মীর বাড়ি ঘিরে রেখেছি৷ আমরা ঘর চাই৷’’

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ, সমীক্ষা কর্মীদের আটকে বিক্ষোভ বাঁকুড়ায়
আশাকর্মী তহমিনা খাতুন বলেন, ‘‘BDO যেরকম প্রশিক্ষণ দিয়েছিলেন, আমরা সেভাবে সার্ভে করেছি৷ যাদের দোতলা বা পাকা বাড়ি আছে, তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে, সেজন্য বিক্ষোভ দেখাচ্ছে৷ আমার আত্মীয়দের অনেকের ছেলেরা বাইরে কাজ করে ঘর করেছে ঠিকই, কিন্তু তার বাবা-মা একচিলতে ঘরে থাকে, সেক্ষেত্রে বাবার নাম রেখে দিয়েছি৷ তবে শুধু নিজের লোকেদের নাম রেখে দিয়েছি, একথা ভুল৷ আমি নামের তালিকা জমা দেওয়ার পরও, সেখান থেকে নাম বাদ গিয়েছে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার নামে আদালতে মামলা করবে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে৷ গতকাল রাতে একবার বিক্ষোভ দেখিয়েছে৷ আবার আজ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছে৷ আমি খুবই আতঙ্কে আছি৷ আমাদের দিয়ে জোর করে সার্ভে করিয়ে নিল৷ এখন আমাদের নিরাপত্তার দায়িত্ব না নিলে, কোথায় যাব আমরা?’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *