Pradip Sarkar TMC : নাটকের যবনিকা পতন, খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রদীপের – kharagpur municipality chairman sandip sarkar resigned


অবশেষে গৃহীত হল খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র। বুধবার মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

 

Pradip Sarkar
প্রদীপ সরকার

হাইলাইটস

  • অবশেষে নাটকের যবনিকা পতন।
  • গৃহীত হল খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র।
  • বুধবার সন্ধ্যায় মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
অবশেষে নাটকের যবনিকা পতন ! গৃহীত হল খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) পুরপ্রধান প্রদীপ সরকারের (Pradip Sarkar)পদত্যাগপত্র। বুধবার সন্ধ্যায় মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। আইনি জটিলতায় কারণে এদিন পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি বলে আগে জানিয়েছিলেন প্রদীপ সরকার। এক ঘণ্টার ব্যবধানে ফের তাঁকে ডেকে পাঠান মহকুমা শাসক। গৃহীত হয় পদত্যাগ পত্র। তবে এক ঘণ্টার ব্যবধানে কী করে মিটল আইনি জটিলতা ? উত্তর দেননি রেল শহরের প্রথম TMC বিধায়ক। খড়গপুর পুরসভার পুর প্রধানের পদত্যাগ নিয়ে নাটকীয় মোড় এক ঘন্টার তফাতে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়েই প্রদীপ সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, আইনগত বাধায় গৃহীত হয়নি তাঁর পদত্যাগ পত্র। আগামী ৭ দিন তিনি খড়গপুর পুরসভার পুর প্রধান থাকছেন বলেও দাবি করেন প্রদীপ সরকার। এমনকি মঙ্গলবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকারও কথা বলেন প্রদীপ সরকার। এক ঘণ্টার মধ্যেই বদলে গেল চিত্রনাট্য। মহকুমা শাসকের তরফে ফের ডেকে পাঠানো হয় প্রদীপ সরকারকে। রীতিমতো আধা ঘন্টা বৈঠক শেষে প্রদীপ সরকার বেরলেন মহকুমা শাসকের অফিস থেকে। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রশাসনের তরফে গৃহীত হয়েছে তার পদত্যাগ পত্র।

Pradip Sarkar TMC : ‘দলেরই ক্ষতি হল…’, ইস্তফার আগে মুখ খুললেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ
উল্লেখ্য, মঙ্গলবাড়ী রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেড লাইন বেধে দেওয়া হয়েছিল প্রদীপ সরকারকে। তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছিলেন, বুধবারের মধ্যেই পদত্যাগ করতে হবে খড়গপুর পুরসভার পুরপ্রধানকে। এই নাটকের পর প্রশ্ন উঠছে, এক ঘণ্টার মধ্যে আইনগত বাধা সরে গেল কিভাবে? চাপের কাছে কি নতি শিকার করতে হল প্রদীপ সরকারকে? সরাসরি প্রশ্ন এড়িয়ে গিয়েছেন প্রদীপ সরকার। যদিও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম মেনে গৃহীত হয়েছে প্রদীপ সরকারের পদত্যাগ পত্র। বৃহস্পতিবার থেকে পুরসভার ভার কার হাতে যায় সেটাই এখন দেখার।

Pradip Sarkar TMC: নাটকীয় মোড়, অভিষেকের নির্দেশে পদত্যাগ করতে গিয়েও খড়গপুরের চেয়রাম্যানই রইলেন প্রদীপ
উল্লেখ্য, খড়্গপুর পুরসভা (Kharagpur Municipality) নিয়ে সম্প্রতি বেশ টানাপোড়েন তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনীতিতে । বর্তমান চেয়ারম্যান প্রদীপ সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন দলেরই কাউন্সিলরদের একাংশ। খড়্গপুর পুরসভায় মোট ৩৫ সদস্যের বোর্ড রয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন ২৫ জন। জানা গিয়েছে, ২৫ জনের মধ্যে ২০ জন কাউন্সিলরই সই করেছেন চেয়ারম্যানের বিপক্ষে। এমন এক পরিস্থিতির মধ্যে প্রদীপ সরকারকে চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন অজিত মাইতি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *