অবশেষে গৃহীত হল খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র। বুধবার মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
হাইলাইটস
- অবশেষে নাটকের যবনিকা পতন।
- গৃহীত হল খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র।
- বুধবার সন্ধ্যায় মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবাড়ী রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেড লাইন বেধে দেওয়া হয়েছিল প্রদীপ সরকারকে। তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছিলেন, বুধবারের মধ্যেই পদত্যাগ করতে হবে খড়গপুর পুরসভার পুরপ্রধানকে। এই নাটকের পর প্রশ্ন উঠছে, এক ঘণ্টার মধ্যে আইনগত বাধা সরে গেল কিভাবে? চাপের কাছে কি নতি শিকার করতে হল প্রদীপ সরকারকে? সরাসরি প্রশ্ন এড়িয়ে গিয়েছেন প্রদীপ সরকার। যদিও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম মেনে গৃহীত হয়েছে প্রদীপ সরকারের পদত্যাগ পত্র। বৃহস্পতিবার থেকে পুরসভার ভার কার হাতে যায় সেটাই এখন দেখার।
উল্লেখ্য, খড়্গপুর পুরসভা (Kharagpur Municipality) নিয়ে সম্প্রতি বেশ টানাপোড়েন তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনীতিতে । বর্তমান চেয়ারম্যান প্রদীপ সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন দলেরই কাউন্সিলরদের একাংশ। খড়্গপুর পুরসভায় মোট ৩৫ সদস্যের বোর্ড রয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন ২৫ জন। জানা গিয়েছে, ২৫ জনের মধ্যে ২০ জন কাউন্সিলরই সই করেছেন চেয়ারম্যানের বিপক্ষে। এমন এক পরিস্থিতির মধ্যে প্রদীপ সরকারকে চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন অজিত মাইতি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ