RPF : রেল পুলিশের তৎপরতায় ঘরে ফিরলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, খুশি পরিবার – imphal missing man returned home after one year help of railway police


একবছর ধরে নিখোঁজ ভিন রাজ্যের যুবকের খোঁজ দিল এ রাজ্যের রেল পুলিশ। অবশেষে নিজের পরিজনদের কাছে ফিরতে পারলেন।

 

হাইলাইটস

  • একবছর ধরে নিখোঁজ ভিন রাজ্যের যুবকের খোঁজ দিল এ রাজ্যের রেল পুলিশ৷
  • রেল পুলিশের তৎপরতায় অবশেষে নিজের পরিজনদের কাছে ফিরতে পারলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি৷
  • পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দিলীপবাবুকে।
একবছর ধরে নিখোঁজ (Missing) ভিন রাজ্যের যুবকের খোঁজ দিল এ রাজ্যের রেল পুলিশ (Railway Police)৷ রেল পুলিশের তৎপরতায় অবশেষে নিজের পরিজনদের কাছে ফিরতে পারলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি৷ রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সাপাম দিলীপ কুমার সিং (৪৪)৷ বাড়ি মিজোরামের ইম্ফলে (Imphal)৷ আরও জানা গিয়েছে, এক বছর আগে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান এই ব্যক্তি। কোনওভাবে ক্যানিংয়ে (Canning) এসে পড়েন। তিনি খানিক মানসিক ভারসাম্যহীন৷ সোমবার বিকেলে তাঁকে উদ্ধার করেন রেলপুলিশ কর্মীরা। পুলিশ ও হ্যাম রেডিয়োর সহযোগিতায় অবশেষে তাঁর পরিবারের খোঁজও মিলেছে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দিলীপবাবুকে।

Dakshin 24 Pargana : আদিবাসীদের জমি দখল তৃণমূল নেতার! অভিযোগ ঘিরে ভাঙড়ে চাঞ্চল্য
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ক্যানিংয়ের রেল স্টেশনে (Canning Railway Station) ইতস্তত ঘুরছিলেন ওই ব্যক্তি। ওই যুবকের চেহারা ও কথাবার্তা দেখে সন্দেহ হয় কর্তব্যরত RPF কর্মীদের। তাঁকে নিজেদের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। তিনি নিজের নাম-ঠিকানা বলতে সমর্থ হন৷ কিন্তু ওই ব্যক্তির কথাবার্তার ধরণ দেখে পুলিশ কর্মীরা বুঝতে পারেন, তিনি কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই বাড়ি থেকে দিকশূন্যহীন হয়ে বেরিয়ে পথ হারিয়ে ফেলেন। তিনি এতদিন কোথায় ছিলেন তা অবশ্য সঠিক জানা যায়নি৷ এরপরেই রেল পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সঙ্গে।

Child Marriage : নারীপাচার-বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ ক্যানিং জেলা প্রশাসনের
পাশাপাশি মিজোরাম এলাকাতেও স্থানীয় থানায় খোঁজখবর শুরু করেন পুলিশ কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিবারের খোঁজও মেলে। এই ব্যক্তি মণিপুর ইস্ট এলাকার বাসিন্দা বলে জানা যায়। আরও জানা যায়, গত বছর ৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে ১২ ডিসেম্বর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু মেলেনি খোঁজ৷ এ রাজ্যে তাঁর খোঁজ মিলতেই পরিবারের লোকজন ছুটে আসেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, দিলীপ বোটানিতে মাস্টার ডিগ্রির পাশাপাশি Phd করেছেন। চাকরির জন্য চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাকরি না মেলায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাঁর ডানহাত প্যারালাইসিসে আক্রান্ত হয়। এরপরই মানসিক অবসাদের জেরে বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। শেষ পর্যন্ত এ রাজ্যের রেল পুলিশের তৎপরতায় তাঁর খোঁজ মেলায় খুশি পরিবারের সদস্যরা। আর এই যুবককে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি রেলপুলিশ কর্মীরাও

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *