ফের কবিতা লিখে অনুব্রত মণ্ডলকে বিঁধলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। পুরো কবিতা জুড়ে ‘ঘুঘু’র ফাঁদে পড়ার গল্প শুনিয়ে গেলেন তিনি।

হাইলাইটস
- রুদ্রনীল ঘোষের কবিতা জুড়ে ফের উঠে এল অনুব্রত গঞ্জনা।
- কাঁথির বিজেপির মিটিং থেকে কবিতা শোনালেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
- নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনের মঞ্চ থেকে ‘ঘুঘু’ কেন্দ্রিক কবিতা পড়ে শোনান রুদ্রনীল।
বুধবারের মঞ্চ থেকে রুদ্রনীলের কবিতায় উঠে আসে, “যতই তোমায় আড়াল করুক ভাইপো, ভাইঝি, পিসি, ন্যায় বিচারের আদালতে রাখা তেলের শিশি” এর মতো লাইন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর মাঝেই নানা আইনি জটিলতায় অনুব্রতকে দিল্লি না নিয়ে যাওয়ার পেছনে কলকাঠি নাড়ছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই ঘটনা প্রসঙ্গই এদিনের রুদ্রনীলের কবিতায় উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার কাঁথিতে বিজেপির সভায় স্বল্প বক্তৃতা পরেই নিজ লেখা কবিতা পাঠ করেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এমনকি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশে কবিতার লাইনের অন্তর্নিহিত অর্থ থেমে থেমে বুঝিয়ে দিতে দেখা যায় তাঁকে। কয়লা, গোরু পাচার থেকে শুরু করে কাটমানি একাধিক বিষয়ে উঠে আসে তাঁর কবিতার অন্তরালে। কবিতার সবশেষে রুদ্রনীল বলেন, ” তেল মালিশের শিশি নিয়ে ছুটবে ঘুঘু দিল্লি” অর্থাৎ আইনি মারপ্যাঁচ পেরিয়ে অনুব্রত মণ্ডলকে যে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে, সেই ইঙ্গিতই তিনি দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে রুদ্রনীল ঘোষের ‘ অনুমাধব’ কবিতা বহুল চর্চিত হওয়ার পর TMC মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে পালটা ‘রুদ্র দাদা’ বলে কবিতা লিখতে দেখা যায়। এবারেও তার পুনরাবৃত্তি ঘটবে কি ? বাংলার রাজনীতিতে সাহিত্যের মোড়কে বাদানুবাদ দেখার অপেক্ষায় বাংলার রাজনীতি প্রেমীরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ