কবে থেকে গাজলডোবাতে চালু হচ্ছে শিকারা?
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “আমরা নতুন বছরে গাজোলডোবায় আসা পর্যটকদের ডাললেকের আদলে শিকারা উপহার দিতে চলেছি। শিকারা কোথায় তৈরি হবে তা ঠিক হয়নি। কিন্তু, যেহেতু সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি রয়েছে তাই যাঁরা শিকারা তৈরিতে পারদর্শী তাঁদের দিয়েই তা তৈরি করানো হবে।” নতুন বছরে গাজোলডোবায় শিকারায় নৌকা বিহারের আনন্দ নিতে পারবেন পর্যটকরা। এদিকে এই ঘোষণায় খুশি স্থানীয় মাঝিরা। শিকারা চালু হলে সাধারণ মানুষ উৎসাহিত হবেন এবং তাঁদের লক্ষ্মীলাভ হতে চলেছে, আশাবাদী তাঁরা।
গাজোলডোবা ডেভলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “আপাতত দু’টো শিকারা চালানো হবে। গাজোলডোবা নৌকাবিহার করতে প্রচুর পর্যটক আসেন। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে তারিখ এখনও ধার্য করা হয়নি। শিকারা কবে থেকে চালু হচ্ছে , সেই তারিখ এখনও চূড়ান্ত নয়।” গাজোলডোবার নৌকো বিহারের দায়িত্বে থাকা মানব ব্যাপারী এই প্রসঙ্গে বলেন, “গাজোলডোবায় SJDA শিকারা দেবে বলেছে। অত্যন্ত ভালো উদ্যোগ। তবে জন প্রতি নৌকাবিহারের ভাড়া আর একটু বাড়ালে সুবিধা হয়।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।