সোদপুর থেকে এক নাবালিকাকে উদ্ধার করল খড়দা থানার পুলিশ ৷ পাচারের উদ্দেশ্যে নাবালিকাকে শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছিল বলেই দাবি৷

হাইলাইটস
- সোদপুর থেকে এক নাবালিকাকে উদ্ধার করল খড়দা থানার পুলিশ৷
- পাচারের উদ্দেশ্যে নাবালিকাকে শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছিল বলেই দাবি৷
- ঘটনাকে কেন্দ্র করে সোদপুর 8 নম্বর রেলগেট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়৷
এরপর বিয়ে করতে চাইলে মেয়েটি রাজি না হওয়ায় তাকে ছেড়ে পালিয়ে যায়৷ স্থানীয়দের দাবি, মেয়েটি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দারাই এলাকায় তার ওই পরিচিত ব্যক্তির খোঁজ করেন এবং না পাওয়ায় তাঁরা খড়দা থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি জানায়, তাকে ঘুরতে যাওয়ার নাম করে তার এক দাদা শিলিগুড়ির বিধাননগর এলাকা থেকে নিয়ে আসে। গোটা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়ে মেয়েটি। নাবালিকাকে উদ্ধার করে খড়দা থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই তাকে নিয়ে আসা হয়েছিল৷
স্থানীয় বাসিন্দা টুসি সরকার বলেন, ‘‘মেয়েটিকে ঘুরতে দেখে পাড়ার একজন তাকে উদ্ধার করে নাম ঠিকানা জিজ্ঞাসা করে৷ কিন্তু প্রথমে কিছুই বলেনি৷ পরে জানায়, ওর বাড়ি শিলিগুড়ির বিধাননগরে৷ ওর কোন দাদা ওকে এখানে নিয়ে এসে বিয়ে করতে চায়৷ ও রাজি না হওয়ায় সে ওকে ছেড়ে রেখে পালিয়ে গিয়েছে৷ মেয়েটি ভীষণ ভয় পেয়ে গিয়েছে৷’’ স্থানীয় বাসিন্দা শীলা দাস বলেন, ‘‘মেয়েটি কিছুই বলতে পারছিল না৷ পরে আমি এসে হিন্দিতে ওর সঙ্গে কথা বলায় মেয়েটি জানায় যে ওর বাড়ি শিলিগুড়ির বিধাননগরে৷ ওর কোনও দাদা ঘুরতে যাব বলে ওকে এখানে নিয়ে এসেছে বলে জানায়৷ এখানে নিয়ে এসে বিয়ে করবে বললে, মেয়েটি আপত্তি করায় সে মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়৷ তবে কোথায় ছেড়েছিল তা আমরা জানি না৷ ওকে আমরা এখানেই ঘুরতে দেখেছি৷ মেয়েটি খুব কান্নাকাটি করছে, ভীষণ ভয় পেয়েছে৷’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ