Sujata Mondal : সৌমিত্রের থেকে ডিভোর্স চেয়ে খোরপোশ দাবি সুজাতার? মুখ খুললেন তৃণমূল নেত্রী – sujata mondal says she did not claim any alimony from saumitra khan


রাজনীতির হাঁড়িকাঠে বলি হয়েছিল সুজাতা মণ্ডল (Sujata Mondal) এবং সৌমিত্র খাঁর (Soumitra Khan) সম্পর্ক! বিধানসভা নির্বাচনের ঠিক আগে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন BJP সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে সৌমিত্র দাবি করেছিলেন, তিনি ডিভোর্সের পথে হাঁটবেন। প্রথমে এই বিষয়টিতে সম্মতি না দিলেও পরে ডিভোর্সের জন্য রাজি হন সুজাতাও। মঙ্গলবার মিউচুয়াল ডিভোর্স চেয়ে বাঁকুড়া জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন সুজাতা মণ্ডল। এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের তরফে কোনও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে গুঞ্জন উঠেছিল, সুজাতা মণ্ডল নাকি মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছেন। আসল সত্যিটা কি?

‘দুপুরে একটিবার ঘরে ঢুকতে দিও’, সৌমিত্রর কাছে কাতর আবেদন সুজাতার
কী বললেন সুজাতা মণ্ডল?
এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, “আমি কিছু দাবি করিনি। আইনি জটিলতা কাটলে পুরো বিষয়টি সামনে আনব। সেই সময় সকলে সত্যিটা জানতে পারবে।” তিনি আরও বলেন, “আমি কোনও খোরপোশের দাবি করিনি।” অর্থাৎ তিনি কোনও অর্থ দাবি করেননি, তা স্পষ্ট করে দিয়েছেন সুজাতা মণ্ডল।

Soumitra Khan: “লম্পটটা বিধবাদের সিঁদুর পরিয়ে ফুর্তি করছে”, স্বামী সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা
উল্লেখ্য, ২০২০ সালের ২১ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই কার্যত হইচই পড়ে যায়। BJP সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের তৃণমূলে যোগদান রীতিমতো অবাক করে দেয় রাজ্য রাজনৈতিক মহলকে। সেই সময় সুজাতা মণ্ডল অবশ্য বলেছিলেন, ” কোনওভাবেই ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন এক করতে রাজি নন তিনি।” সৌমিত্রকেই ভালোবাসেন তিনি, স্পষ্ট জানিয়েছিলেন সুজাতা মণ্ডল। সেই সময় সুজাতা মণ্ডলের একটি চিঠি ঘিরে হইচই পড়ে গিয়েছিল। তিনি গত বছর ফেব্রুয়ারি মাসে একটি চিঠি লিখেছিলেন সৌমিত্র খাঁকে। সেখানে সল্টলেকের ফ্ল্যাটে ঢুকতে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁর হৃদয় ভেঙে হাজার টুকরো হয়েছে, মন্তব্য করেছিলেন সুজাতা। তৃণমূলে যোগ দিয়েছেন বলে তাঁকে কেউ সৌমিত্রকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, চিঠিতে মন্তব্য ছিল সুজাতার।

Sujata Mondal : সম্পর্ক ভেঙেছে আগেই, এবার চরম সিদ্ধান্ত নিলেন সৌমিত্র-সুজাতা
পরে অবশ্য তাঁদের সম্পর্কের সমীকরণ বদলায়। সুজাতা মণ্ডল সম্প্রতি একাধিক অভিযোগ এনেছিলেন সৌমিত্র খাঁর বিরুদ্ধে। সৌমিত্র খাঁয়ের এত বাড়ি, গাড়ি কোথা থেকে এল! সেই নিয়েও প্রশ্ন তোলেন সুজাতা। শুধু তাই নয়, সৌমিত্র খাঁকে ‘লম্পট’ বলেও তোপ দাগেন সুজাতা। বিধবাদের সিঁদুর পরিয়েছেন তিনি, এই গুরুতর অভিযোগও তোলেন। যদিও এই নিয়ে সেভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দেখা যায়নি সৌমিত্র খাঁকে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *