Suvendu Adhikari December Deadline: ‘দিল্লির কানমলা খেয়ে সুর বদল’, শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইনের নয়া ব্যাখায় কটাক্ষ কুণাল-শান্তনুর – kunal ghosh and santanu sen slams suvendu adhikari on december deadline comment


Kunal Ghosh replies Suvendu Adhikari ডিসেম্বর ডেডলাইন নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari ) নয়া মন্তব্যে ফের উত্তাল রাজ্য রাজনীতি। ১২ ও ১৪ তারিখের পর এদিন ছিল তাঁরই উল্লেখিত আরেকটি তারিখ ২১ ডিসেম্বর। এদিনই কাঁথির জনসভা থেকে বিরোধী নেতার ডিসেম্বর ডেডলাইন নিয়ে নতুন ব্যাখায় কটাক্ষ তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং সাংসদ ডাঃ শান্তনু সেনের (Dr. Santanu Sen)।

কাঁথির জনসভা (Suvendu Adhikari Kathi Rally) থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন দাবি করেন,”আমি তিনটি গুরুত্বপূর্ণ তারিখের কথা বলেছিলাম। একবারও বলিনি সরকার ফেলে দেব। বিধায়ক ভাঙিয়ে আমরা সরকার গড়ব না। ভোটে জিতেই সরকার গড়বে বিজেপি।”

Kunal Ghosh: ‘… মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে’, শুভেন্দুকে আক্রমণ কুণালের

শুভেন্দুর মন্তব্যের পালটা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, ”মিথ্যেচার করছেন শুভেন্দু অধিকারী। উনি বারবার বলেছেন মহারাষ্ট্রের পর এবার টার্গেট বাংলা। তখন মহারাষ্ট্রে দল ভাঙানোর খেলা হল, তখন উনি বারবার বলেছেন এবার বাকি রইল বাংলা। এখন মুখ পুড়েছে। দিল্লি ধমক খেয়ে সুর বদলাচ্ছেন উনি।” এখানেই শেষ নয়, ভোটে জিতে সরকারে আসা মন্তব্যে কুণালের কটাক্ষ, ”সরকারে তো মানুষ ভোটে জিতেই আসে। এতে আর নতুন কী আছে? ভোটটা তো দেড় বছর আগে হয়ে গিয়েছে। মানসিক অবসাদে অবান্তর কথা বলছেন।”

একইভাবে কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও (Dr Santanu Sen)। তিনি বলেন, ”কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কানমলা ও বকুনি খেয়ে নিজের কথাকে প্রত্যাহার করতে হয়েছে। তিনটে তারিখের মধ্যে প্রথম দুটো তারিখে মানুষের মৃত্যু দেখলাম ও তৃতীয় তারিখে একটি বিশাল বড় অশ্বডিম্ব প্রসব করতে দেখলাম। আসলে নিজে রাজনীতিতে টিকে থাকার জন্য ভারতীয় জোকার পার্টির সার্কাস চলছে শীতকাল ডিসেম্বর মাসে।”

Suvendu Adhikari: ‘সরকার ফেলব বলিনি’, ডেটলাইনের ডেডলাইন নিয়ে সুর নরম শুভেন্দুর

ডিসেম্বরে উল্লেখিত তারিখগুলির মধ্যে আজই ছিল শেষ দিন অর্থাৎ ২১ ডিসেম্বর। এদিন সভা থেকে নয়া তারিখের ইঙ্গিত দিলেন শুভেন্দু। তিনি বলেন,”সবে তো সূর্য ডুবেছে। এখনও সন্ধে হয়নি। তারিখ বদলাবে, মাস বদলাবে, বছরটা বদলাবে না। আমি কথা দিচ্ছি।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *