TMC : ২৪ ঘণ্টার ডেডলাইন, খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপের ইস্তফা নিয়ে সুর চড়াল জেলা নেতৃত্ব – west medinipur tmc gave deadline to resign kharagpur municipality chairman pradip sarkar


খড়্গপুর পুরসভার পুর প্রধান প্রদীপ সরকারকে বুধবারের মধ্যে পদত্যাগ করার নির্দেশ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি।

 

West Medinipur News
অজিত মাইতি

হাইলাইটস

  • দলের অন্দরেই সিংহভাগের অসন্তোষ।
  • খড়্গপুর পুরসভার পুর প্রধান প্রদীপ সরকারকে বুধবারের মধ্যে পদত্যাগ করার নির্দেশ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি।
  • নিজে থেকে পদত্যাগ না করলে দলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্দেশ দলের।
West Medinipur News : দলের অন্দরেই সিংহভাগের অসন্তোষ। ২৪ ঘণ্টা ডেডলাইন বেঁধে দিল জেলা তৃণমূল। খড়্গপুর পুরসভার (Kharagpur Municipality) পুর প্রধান প্রদীপ সরকারকে বুধবারের মধ্যে পদত্যাগ করার নির্দেশ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি (Ajit Maity)। নিজে থেকে পদত্যাগ না করলে দলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্দেশ দলের। দিন কয়েক ধরেই খড়্গপুর পুরসভায় (Kharagpur Municipality) প্রদীপ সরকারকে নিয়ে চলছে ডামাডোল। পুরসভার অধিকাংশ কাউন্সিলর দলের কাছে পুর প্রধানের বিরুদ্ধে নিজেদের অনাস্থা প্রকাশ করেছেন। এরপর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে প্রদীপ সরকারকে পদত্যাগের কথা জানায় জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। কিন্তু এরপরেও এখনও পর্যন্ত পদত্যাগ করেননি প্রদীপ সরকার। অবিলম্বে পদত্যাগ না করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল জেলা নেতৃত্ব।

TMC : খড়্গপুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি
খড়্গপুর পুরসভা (Kharagpur Municipality) নিয়ে সম্প্রতি বেশ টানাপোড়েন তৈরি হয়েছে। বর্তমান চেয়ারম্যান প্রদীপ সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন দলেরই কাউন্সিলরদের একাংশ। খড়্গপুর পুরসভায় মোট ৩৫ সদস্যের বোর্ড রয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন ২৫ জন। জানা গিয়েছে, ২৫ জনের মধ্যে ২০ জন কাউন্সিলরই সই করেছেন চেয়ারম্যানের বিপক্ষে। এমন এক পরিস্থিতির মধ্যে প্রদীপ সরকারকে চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন অজিত মাইতি। যদিও ইস্তফা দেওয়ার ব্যাপারে দলীয় নির্দেশের কথা কার্যত স্বীকার করে নেন প্রদীপ সরকার। ফোনে এই সময় ডিজিটালকে তিনি বলেন, “আমি এই মুহূর্তে খড়্গপুরে নেই। কাল ফিরে এসে পুরসভায় গিয়ে নির্দিষ্ট পদ্ধতি মেনে ইস্তফা দেব। দল আমাকে এই পদে বসিয়েছে। দলের অনুগত কর্মী হিসেবে দলের নির্দেশ মেনে চলব।” যদিও বিষয়টি নিয়ে প্রদীপ সরকার ইতিমধ্যে অভিযোগ করেছেন, “এর পিছনে একটি ষড়যন্ত্র আছে। অনেক মানুষের হাত থাকতে পারে। আমি এখনও বিশ্বাস করি, যাঁরা সই করেছেন, তাঁরা আমার বিরুদ্ধে নয়। তাঁদের চাপ দিয়ে, ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে সই করানো হয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নেব।”

Kharagpur News: খড়্গপুর স্টেশন থেকে গ্রেফতার ভুয়ো রেলকর্মী, উদ্ধার লক্ষাধিক টাকা
প্রসঙ্গত, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) কাঁথিতে জনসভার আগে মারিশদায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কয়েকজনের মুখে ক্ষোভের কথা শুনে জনসভায় পৌঁছে নির্দেশ দিয়েছিল, মারিশদা ৪ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে। নির্ধারিত ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে তাঁরা পদত্যাগ করেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *