Udayan Guha : মঞ্চের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? মন্ত্রীকে প্রশ্নের পরই পদ খোয়ালেন TMCP নেতা – coochbehar tmcp leader removed from his post for complaining to minister udayan guha


মন্ত্রীর সামনেই নালিশের জেরে পদ খোয়ালেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষ।

 

Udayan Guha
উদয়ন গুহ

হাইলাইটস

  • মন্ত্রীর সামনেই বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা।
  • তাঁর প্রশ্ন শুনেই মেজাজ হারান মন্ত্রী।
  • ঘটনার 24 ঘন্টা বের হতেই ইউনিট সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে।
TMCP : মন্ত্রীর সামনেই নালিশের জের ! পদ খোয়ালেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় (Panchanan Barma University) তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষ। বিশ্ববিদ্যালয় ছাত্র আবাসনের উদ্বোধনের অনুষ্ঠানে মন্ত্রীর সামনেই বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা (TMCP Leader)। তাঁর প্রশ্ন শুনেই মেজাজ হারান মন্ত্রী। এরপরেই কি তাঁর পদস্খলন হল, বিতর্ক কোচবিহারে। ঘটনার সূত্রপাত গতকাল, সোমবার কোচবিহার (Coochbehar) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তিনটি হোস্টেলের উদ্বোধন অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে নামার পরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সভাপতি উত্তম ঘোষের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান। উত্তম ঘোষ মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করেন ঘটা করে উদ্বোধন করা হলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি। একইসঙ্গে মঞ্চের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি নেই। মন্ত্রীকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উদয়ন গুহ মেজাজ হারিয়ে তাঁকে চুপ করতে বলেন। তবে এই ঘটনার ২৪ ঘন্টা বের হতেই ইউনিট সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে।

Cooch Behar News : সহ-সভাপতি ও পুর চেয়ারম্যানের নামে চাকরির প্রতারণার অভিযোগে লিফলেট, শোরগোল কোচবিহারে
বিষয়টি নিয়ে শোরগোল গোল পড়ে গিয়েছে দলের অন্দরে। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে উত্তম ঘোষকে বিশ্ববিদ্যালয়ের যে পদ ছিল তার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সেখানেই তাঁকে কাজে লাগানো হবে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তম ঘোষ। তবে মন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দলের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আলাদা করে কিছু মন্তব্য করতে চাননি জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Udayan Guha : মঞ্চে নেত্রীর ছবি নেই কেন? তৃণমূল নেতার প্রশ্নে ক্ষুব্ধ উদয়ন গুহ
প্রসঙ্গত, সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি হস্টেলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখোপাধ্যায়, রেজিস্ট্রার আব্দুল কাদেরে সাফেলি, জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। ২২ কোটি ৩২ লাখ টাকা খরচ করে ওই তিনটি আবাসন নির্মাণ করা হয়েছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *