মন্ত্রীর সামনেই নালিশের জেরে পদ খোয়ালেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষ।

হাইলাইটস
- মন্ত্রীর সামনেই বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা।
- তাঁর প্রশ্ন শুনেই মেজাজ হারান মন্ত্রী।
- ঘটনার 24 ঘন্টা বের হতেই ইউনিট সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে।
বিষয়টি নিয়ে শোরগোল গোল পড়ে গিয়েছে দলের অন্দরে। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে উত্তম ঘোষকে বিশ্ববিদ্যালয়ের যে পদ ছিল তার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সেখানেই তাঁকে কাজে লাগানো হবে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তম ঘোষ। তবে মন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দলের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আলাদা করে কিছু মন্তব্য করতে চাননি জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি হস্টেলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখোপাধ্যায়, রেজিস্ট্রার আব্দুল কাদেরে সাফেলি, জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। ২২ কোটি ৩২ লাখ টাকা খরচ করে ওই তিনটি আবাসন নির্মাণ করা হয়েছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ