Balurghat Law College : পক্ষপাতিত্বের অভিযোগ, ক্লাস বয়কট করে বিক্ষোভ বালুরঘাট ল’কলেজের পড়ুয়াদের – balurghat law college students protested by class boycott


Balurghat News : ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল বালুরঘাট ল’কলেজের (Balurghat Law College) একাধিক পড়ুয়া (Students)। পক্ষপাতিত্বের অভিযোগ এনে বুধবার দুপুর থেকে ক্লাস বয়কট রেখে বিক্ষোভে (Protest) সামিল হন বেশিরভাগ পড়ুয়া। যার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় বালুরঘাট ল’কলেজ চত্বরে। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, কলেজের কিছু সংখ্যক পছন্দের পড়ুয়াকে নিয়ে এসকারশনে (Excursion) যান এক শিক্ষক৷ যেখানে সপ্তম সেমিস্টারে ৮০ জন রয়েছেন, সেখানে মাত্র ১৯ জনকে কেন নিয়ে যাওয়া হল শিক্ষামূলক ভ্রমণে? কেন সকল পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়নি? কেন সকলকে তাঁদের জানানো হয়নি? এহেন প্রশ্ন তোলেন বিক্ষুব্ধ পড়ুয়ারা৷ জানা গিয়েছে, বালুরঘাট কলেজে সব সেমিস্টার মিলে প্রায় ৪০০ জন পড়ুয়া রয়েছেন। অভিযোগ, এবারে ল’কলেজের সপ্তম সেমিস্টারে ৮০ জন পড়ুয়ার মধ্যে মাত্র ১৯ জনকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়৷ তাঁদের দাবি, অন্য পড়ুয়াদের না জানিয়ে চুপিসারে কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ দুর্জয় দেব সম্প্রতি ১৯ জনকে জলপাইগুড়িতে নিয়ে যান৷

Balurghat Police Station : ফোয়ারা- চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার, নতুন ভাবে সাজছে বালুরঘাট থানা
গতকাল সোশাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি জানতে পেরেই বুধবার কলেজে এসে ক্লাস বন্ধ করে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়া তনুশ্রী ঘোষ বলেন, ‘‘এক শিক্ষক কয়েকজন পড়ুয়াকে নিয়ে গিয়েছেন জলপাইগুড়িতে৷ আমরা কিছুই জানতাম না৷ আমাদের সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে৷ ওনার নোটিশ দেওয়া উচিত ছিল৷ তাই আমরা ক্লাস বয়কট করেছি৷’’ আন্দোলনকারী পড়ুয়া মৃগাঙ্ক ঘোষ বলেন, ‘‘গতকাল ফেসবুক থেকে জানতে পারি, আমাদের এক শিক্ষক দুর্জয় দেব ১৯ জন পড়ুয়াকে জলপাইগুড়িতে নিয়ে গিয়েছিলেন৷ এমনকী, কলেজ থেকেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানতে পারি৷ আজ এনিয়ে দুর্জয় স্যারকে জিজ্রাসা করলে, উনি বলেন, ওনার মনে হয়েছে তাই নিয়ে গিয়েছেন৷ আমাদের সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে৷’’

Balurghat News : মাছ ধরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যুবকের মৃত্যু, মর্মান্তিক ঘটনা বালুরঘাটে
তবে বালুরঘাট ল’কলেজের বর্তমান ইনচার্জ শান্তনু মৈত্র বলেন, ‘‘ওদের এমনিতেই ক্লাস হচ্ছে না৷ জানুয়ারিতে পরীক্ষা, ফর্ম ফিলআপ হয়ে গিয়েছে৷ দ্রুত নোটিশও দিয়ে দেওয়া হবে৷ এখন শুধু ফার্স্ট সেমিস্টারের ক্লাস হচ্ছে, সেটা হয়েছে এদিনও৷ তাছাড়া এই বিষয়টি কোনওভাবেই কলেজের সঙ্গে যুক্ত নয়৷ আমরা বলেছি, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলতে৷ ওদের হয়তো অভিমান হয়েছে৷ সেটা মিটে যাবে৷ তবে কারও সঙ্গে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে আমার জানা নেই৷’’ যদিও এই ঘটনার পেছনে নিজেদের কোন্দল রয়েছে বলেই অনেকের মত৷ কারণ বালুরঘাট ল’কলেজে দু’টি গোষ্ঠী রয়েছে। এই কলেজের পরিচালন কমিটির সভাপতি ছিলেন অর্পিতা ঘোষ। বর্তমানে এই কলেজের পরিচালন কমিটির সভাপতি মন্ত্রী বিপ্লব মিত্র। এই দুই গোষ্ঠীর পড়ুয়াদের মধ্যে ঠান্ডা লড়াই সব সময়ই চলে বলে দাবি। এই ক্ষেত্রেও এই লড়াই চলেছে বলেই একাংশের দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *